Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বন্দরে অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে যুবক খুন

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ ও বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হাজারীবাগ এলাকায় অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম কুদ্দুস (৫৬)। শনিবার রাত সাড়ে ৯টায় এ বন্দর শাহী মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আবু হোসেন জানান, বন্দর রেললাইন অটোস্ট্যান্ড নিয়ে গত কয়েক দিন ধরে এলাকার সাবেক কাউন্সিলর আবুল কাওসার আশা গ্রুপের সঙ্গে আরেক সাবেক কাউন্সিলর হান্নান সরকারের লোকজনের দ্বন্দ্ব চলছিল। শুক্রবার এ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়। শনিবার রাতে হান্নান সরকারের বাবু-মেহেদীর নেতৃত্বে একদল সন্ত্রাসী আশা গ্রুপের জাফর-রনির ওপর হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। হান্নান গ্রুপের লোকজন এ সময় আশা সমর্থক আব্দুল কুদ্দুসকে কুপিয়ে গুরুতর আহত করে। থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার জের ধরে আশা গ্রুপ সাবেক কাউন্সিলর হান্নান সরকারের বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় পুলিশ তাদের বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর চড়াও হয়। এ সময় সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা সম্পর্কে সাবেক কাউন্সিলর হান্নান সরকার বলেন, এর সঙ্গে আমি জড়িত নই। একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে আমাকে জড়িয়ে বদনাম করার চেষ্টা করছে। আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

অন্যদিকে ঘটনা সম্পর্কে আরেক সাবেক কাউন্সিলর আবুল কাওসার আশা বলেন, এ ঘটনায় জড়িত বাবু মেহেদী রনি জাফররা সবাই একসময় একসাথেই চলাফেরা করত এবং তারা বিএনপির লোক। কিন্তু সম্প্রতি অটোস্ট্যান্ড নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এখানে আশা গ্রুপ বা হান্নান সরকারের গ্রুপ বলে কেউ নেই।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা ইনস্পেকটর (তদন্ত) সাইফুল ইসলাম জানান, এখানে অপরাধ করলে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠাচ্ছি। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সেনাসদস্যরা রয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম