Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

তিন সপ্তাহে রিজার্ভ বেড়েছে ৮২ কোটি ডলার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ আবার ২১ বিলিয়ন (১০০ কোটিতে ১ বিলিয়ন) ডলার ছাড়িয়েছে। রোববার দিনের শুরুতে দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ ছিল ২১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার বা ২ হাজার ১৩৯ কোটি ডলারে ওঠে। পাশাপাশি গ্রস রিজার্ভও বেড়ে ২ হাজার ৬৫৬ কোটি ডলারে দাঁড়ায়। বিশ্বব্যাংক থেকে বৈদেশিক ঋণের অর্থ ছাড় করা, রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ার কারণে দেশের রিজার্ভ বেড়েছে। এর আগে গত ৩০ মে দেশের নিট রিজার্ভ ছিল ২ হাজার ৫৭ কোটি ডলার। ফলে চলতি মাসের ২২ দিনে বা তিন সপ্তাহে নিট রিজার্ভ বেড়েছে ৮২ কোটি ডলার। রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গত মে মাসের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা পরিশোধের পর নিট রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে নেমে গিয়েছিল। আগামী মাসে আবার মে ও জুনের আকুর দেনা পরিশোধ করতে হবে। তখন রিজার্ভ আবার কমে যাবে। তবে এর আগে রিজার্ভ আরও বাড়বে। কারণ চলতি সপ্তাহেই বাংলাদেশ আইএমএফের কাছ থেকে ১৩০ কোটি ডলার ঋণ পেতে পারে। এছাড়া বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের আরও কিছু ঋণ ছাড় করার সম্ভাবনা রয়েছে। এসব ঋণ ছাড় হলে রিজার্ভ আরও বাড়বে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম