সাবেক সিইসি হাবিবুল আউয়াল আটক!
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ইউনিট। রোববার রাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ হেডকোয়ার্টার্সের একটি নির্ভরযোগ্য সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে। আটকের পর তাকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সূত্র জানান।
তবে কাজী হাবিবুল আউয়ালকে আটকের বিষয়ে ডিবির দায়িত্বশীল কেউ স্বীকার করেনি। এ বিষয়ে জানতে চাইলে রাত সাড়ে ১২টার দিকে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আমাদের কোনো টিম তাকে আটক করেনি।
আউয়ালের আগে রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় নিজ বাসায় বিক্ষুব্ধ জনতার হাতে আটক হন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের কার্যক্রমকে কেন্দ্র করে দেশব্যাপী তীব্র বিতর্ক দেখা দেয়। সেই সময় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত ও তথাকথিত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ‘আমি-ডামি ভোট’ নামে পরিচিত ভোটাভিনয় পরিচালনার অভিযোগ ওঠে, যার নেতৃত্বে ছিলেন আউয়াল। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর চুপসে যায় আউয়াল কমিশন। নতুন সরকারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে তারা কোনো সাড়া পায়নি। পরে গণমাধ্যমে একটি খোলা চিঠি লেখেন সিইসি হাবিবুল আউয়াল। তাতেও সাড়া না মিললে ৫ সেপ্টেম্বর সিইসিসহ অন্য কমিশনাররা পদত্যাগ করেন। এরপর থেকে হাবিবুল আউয়াল লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছিলেন। তবে রোববার রাতেই তার অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। তার অধিনে নির্বাচন কমিশনার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান।
