Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন

সুদের হার বাড়ায় বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমছে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি কমাতে কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে। এতে নীতি সুদহার বাড়ানোর কারণে ঋণের সুদহার বেড়েছে। ফলে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিতে মন্থর গতি পরিলক্ষিত হচ্ছে। এছাড়া, বাণিজ্যিক ব্যাংকগুলো হতে সরকারের অধিক মাত্রায় ঋণ গ্রহণের ফলে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার তুলনায় কম হয়েছে। এদিকে সরকারের রাজস্ব আয় কম হওয়ায় ব্যাংক থেকে বেশি মাত্রায় ঋণ গ্রহণ করতে হচ্ছে। সোমবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, বার্ষিক ভিত্তিতে চলতি বছরের মার্চ শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭ দশমকি ৫৭ শতাংশ। গত বছরের মার্চ শেষের প্রকৃত প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ। সে তুলনায় বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কিছুটা কম হয়েছে। এদিকে আগামী জুনের শেষে এ খাতে ঋণ প্রবাহ বাড়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ।

সূত্র জানায়, বর্তমানে নীতি সুদের হার বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করা হয়েছে। আগে এ হার ছিল ৫ শতাংশ। ব্যাংকগুলোর বাণিজ্যিক ঋণের সুদের হার বেড়ে ১৪ থেকে ১৬ শতাংশে উঠেছে। আগে এ হার ছিল ৮ থেকে ৯ শতাংশ। সুদের হার বাড়ায় ব্যবসা খরচ বেড়েছে। এছাড়াও রাজনৈতিক অস্থিরতার কারণে বেসরকারি খাত ঋণ নিচ্ছে কম। সরকারের মাত্রাতিরিক্ত ঋণ গ্রহণ ও ব্যাংকে তারল্য সংকটের কারণেও এ খাতে ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার তুলনায় কম থাকা সত্ত্বেও বাণিজ্যিক ব্যাংকগুলো হতে সরকারের বাড়তি ঋণের চাহিদার প্রেক্ষিতে ব্যাংক ব্যবস্থায় নীট অভ্যন্তরীণ সম্পদে প্রবৃদ্ধি হয়েছে। তবে অভ্যন্তরীণ ঋণের হার কমেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম