আখতারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আহত ৩
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে এনসিপি। আহতরা হলেন দলটির ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুব শক্তির সংগঠক আবদুর রব ও এনসিপির শ্রমিক উইংয়ের নেতা শফিকুল ইসলাম। তারা ঠোঁট, কান ও চোখে আঘাত পেয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
রমনা মডেল থানার ইন্সপেক্টর অপারেশন আতিকুল আলম খন্দকার বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমাদের টিম পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ঘটনাস্থলে যাওয়া রমনা থানার এসআই মিজানুর রহমান বলেন, রাস্তার মাঝ বরাবর ককটেল বিস্ফোরণ হয়েছে। ঘটনার সময় বাস, প্রাইভেটকারসহ অন্যান্য গাড়ি চলছিল। কোন গাড়ি থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে তা খুঁজে বের করতে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। তিনি বলেন, শফিকুল ইসলাম নামের একজনের ঠোঁট কেটে যাওয়া অবস্থায় দেখেছি। মোট কতজন আহত তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ রানা বলেন, রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ার (দলীয় কেন্দ্রীয় কার্যালয়) থেকে আখতার হোসেন বের হয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ককটেল ছুড়ে দুর্বৃত্তরা।, সাদা রঙের একটি প্রাইভেটকারে থেকে ককটেল ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ এসেছে। এর আগে রোববার রাতেও এনসিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, আখতার হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাতেই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
এনসিপির নিবন্ধন ইস্যুতে দলের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। এছাড়া মানুষ এনসিপি অফিসে আসা শুরু করেছে, সেজন্য সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃস্টি করতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
