রাতে রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঢাবির আব্দুল ওয়াহেদ নামে এক শিক্ষার্থী ফেসবুকে পোস্ট করে বলেন, বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণ ঘটেছে। ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে সম্মিলিতভাবে। ডাকসুর বিকল্প নেই, নিরাপদ ক্যাম্পাস ও দেশ নিশ্চিতে আমরা সজাগ ও সচেতন থাকব।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘খবর পেয়ে আমাদের প্রক্টরিয়াল টিম সেখানে যায়। ঘটনাস্থলে সহকারী প্রক্টররা আছেন। শাহবাগ থানার পুলিশও সেখানে উপস্থিত আছে। এটা ককটেল বা বড় ধরনের পটকা হতে পারে। আমরা বিষয়টি দেখছি। নিরাপত্তা ইস্যুতে আমরা এ ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখছি।’
