সরকারকে সাইফুল হক
ফিলিস্তিন-ইরানের প্রতি সংহতি জানাতে ‘দিন’ ঘোষণা করুন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসনের শিকার ফিলিস্তিন ও ইরানের প্রতি সংহতি জানানোর জন্য একটি ‘দিন’ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির উদ্যোগে ‘ইরানে ইসরায়েল-মার্কিন বর্বর আগ্রাসী হামলা বন্ধের দাবিতে’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই আহ্বান জানান।
সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকারকে বলব-শুধু বিবৃতি দিয়ে দায়িত্বটা পালন করা যাবে না। আগামী এক সপ্তাহের মধ্যে খুব দ্রুত একটা দিন ঘোষণা করুন, যেদিন বাংলাদেশের ১৮ কোটি মানুষ ফিলিস্তিনি জনগণের পক্ষে রাজপথে নেমে আসবেন। দাবি জানাবেন ট্রাম্প-নেতানিয়াহু চক্রের গ্রেফতারের।
এই গণহত্যা বন্ধ করার জন্য বাংলাদেশের পতাকা মাথায় নিয়ে ওইদিন রাজপথে দাঁড়াব আমরা। দলমত নির্বিশেষে আমরা ফিলিস্তিন এবং ইরানের প্রতি আন্তর্জাতিক সংহতি জানাতে এক সপ্তাহের মধ্যে সংহতি দিবস ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন-ওয়ার্কার্স পার্টির মীর মোফাজ্জল হোসেন মোসতাক, বহ্নি শিখা জামালি, আকবর খান প্রমুখ।
