বদলির আদেশ ছিঁড়ে প্রতিবাদ
এনবিআরে আজ ও কাল কলমবিরতি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কর্মকর্তাদের নিপীড়নমূলক বদলির আদেশ ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একই সঙ্গে আজ ও কাল পূর্বঘোষিত কলমবিরতি কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আগারগাঁও রাজস্ব ভবনের নিচে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে আদেশের কপিগুলো ছিঁড়ে ফেলা হয়।
রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন করায় ২২ জুন পাঁচজন উপ-কর কমিশনারকে তাৎক্ষণিক বদলির আদেশ জারি করে এনবিআর। এর আগের দিন কাস্টমসের প্রথম সচিব আ আ ম আলীমুল ইহসান খানকে বদলি করে অন্য ডেস্কের দায়িত্ব দেওয়া হয়।
সরেজমিন দেখা গেছে, মঙ্গলবার রাজস্ব ভবনে সকাল থেকে ঢাকার অবস্থিত কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট, কাস্টমস স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নিতে শুরু করেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে।
সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেন কাস্টমস ইনস্পেকটর সালেহা খাতুন। কর্মসূচির মধ্যে রয়েছে-আজ ও কাল দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ‘আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত’ আয়কর, কাস্টমস হাউজ ও ভ্যাট অনুবিভাগের ঢাকাস্থ সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন।
এছাড়া ঢাকার বাইরে নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি চলবে। পাশাপাশি চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ চলবে। এ ছাড়া এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে শুক্রবারের মধ্যে অপসারণ না করা হলে শনিবার কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে ‘লাগাতার কমপ্লিট শাটডাউন’ চলবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে। এ ছাড়া এই কর্মকর্তা ঐক্য পরিষদের চারটি দাবি পুনরায় তুলে ধরেন।
