Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

পদ্মায় দুই বন্ধুর মৃত্যু

কালিয়াকৈরে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুই শিক্ষার্থী পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে অতিরিক্ত স্রোতের কারণে পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিয়াজে রাব্বি তামিম (২১) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই এলাকার শওকত হোসেনের ছেলে। মারুফের বাড়ি নোয়াখালীর উত্তর শরীফপুর গ্রামে। ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথমবর্ষের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ছাত্র আবদুল্লাহ মারুফ (২১) ও রিয়াজে রাব্বি তামিম।

রিয়াজে রাব্বি তামিমের মা রওশন আরা বারবার মূর্ছা যাচ্ছেন আর বিলাপ করছেন। কালিয়াকৈরের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার ক্যাম্পাসে ফুটবল খেলা শেষে দুপুরে ধলা মোড়ে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে। পিতা শওকত হোসেন বলেন, তামিম বলছিল আব্বু ২৫ জুন আমার পরীক্ষা শুরু ২৩ জুন চলে যাব। পরে সে ২৩ জুন ফরিদপুর চলে যায়। আমার সঙ্গে কথা কম হতো। ওর আম্মু খোঁজ নিত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম