ধামরাইয়ে যুবদল নেতাকে বাস চাপায় হত্যাচেষ্টা
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাইয়ে যুবদল নেতা এইচএম লুৎফর রহমানকে বাসচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া বাজার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল সাড়ে এগারোটার দিকে ধামরাই যাওয়ার উদ্দেশে যুবদল নেতা এইচএম লুৎফর রহমান মোটরসাইকেলে বাড়ি থেকে বের হন। কাওয়ালীপাড়া বাজার ফ্লাইওভারের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর পৌঁছানো মাত্র পেছন দিক থেকে এসবি লিং বাস গাড়ির (ঢাকা মেট্রো জ-০৪-০০১১) অজ্ঞাতনামা চালক মোটরসাইকেলে বারবার ধাক্কা দেওয়ার চেষ্টা করে। তখন লুৎফর মোটরসাইকেল থেকে নেমে যায়। এ সময় তিনি বাম পায়ের গিরাতে মারাত্মকভাবে আঘাত পান। তখন তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বাসের চালক নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গাড়ি ঘটনাস্থলে আটক করে রাখে।
ভুক্তভোগী যুবদল নেতা এইচএম লুৎফর রহমান বলেন, আমার ধারণা এসবি লিং গাড়ির চালক কারও প্ররোচনায় আমাকে পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করে। কিছু দিন আগেও আমাদের দলের ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেমকে পরিকল্পিতভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। ধামরাইয়ে বিএনপির জনপ্রিয় নেতা তমিজ উদ্দিনের হাত দুর্বল করার জন্য একশ্রেণির সুবিধাবাদী লোক পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালাচ্ছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
