Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী ছাত্রদলের কর্মসূচি

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। শুক্রবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাসব্যাপী কর্মসূচির প্রথম ধাপে ১ জুলাই প্রথম প্রহরে ছাত্রদলের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উক্ত কর্মসূচিতে উপস্থিত হয়ে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম