স্থলপথে বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে বেশকিছু পাটজাত পণ্য ও বোনা কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এসব পণ্য এখন থেকে শুধু মহারাষ্ট্রের নবসেবা সমুদ্রবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে। শুক্রবার নতুন এ নিষেধাজ্ঞার আদেশ জারি করে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি)।
ডিজিএফটি বলছে, এ নিষেধাজ্ঞা ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে যাওয়া বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে বাংলাদেশ থেকে এসব পণ্য নেপাল বা ভুটান হয়ে ভারতে রপ্তানি করা যাবে না। নিষেধাজ্ঞার মুখে পড়া পণ্যের তালিকায় বিভিন্ন ধরনের বোনা কাপড়ের পাশাপাশি রয়েছে পাটের অপরিশোধিত আঁশ ও পাটের সুতা (ক্যানাফ, হেম্প, রামি ইত্যাদি)।
কয়েক মাসের মধ্যে এ নিয়ে তৃতীয়বার বাংলাদেশি পণ্যে এ ধরনের নিষেধাজ্ঞা দিল নয়াদিল্লি। সবশেষ ১৭ মে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদপণ্যসহ কয়েক ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় নরেন্দ্র মোদির সরকার। ৯ এপ্রিল বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে দুই দেশের মধ্যে সম্প্রতি উত্তেজনা বেড়ে যায়। পিটিআইয়ের বরাতে খবরে বলা হয়, শুক্রবার ভারতের সংসদীয় কমিটির বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়। ওই বৈঠকে চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ‘ঘনিষ্ঠতার বিষয়টিও’ উঠে আসে।
টেক্সটাইল খাতে বাংলাদেশকে ভারতের ‘গুরুত্বপূর্ণ প্রতিযোগী’ হিসাবে তুলে ধরে টাইমস অব ইন্ডিয়া বলছে, ২০২৩-২৪ অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১ হাজার ২৯০ কোটি ডলার। এর মধ্যে ভারতের রপ্তানি ছিল ১ হাজার ১৪৬ কোটি ডলার; আমদানির পরিমাণ ছিল ২০০ কোটি ডলারের মতো।
