Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

নির্বাচনি জোট গঠনে একমত জামায়াত গণঅধিকার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদ নির্বাচনি জোট গঠনের বিষয়ে একমত হয়েছে। মঙ্গলবার রাতে উভয় দলের শীর্ষ নেতাদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর আগে সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন গণঅধিকার পরিষদের প্রতিনিধিদল। সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। গণঅধিকার পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি নুরুল হক নুর, মুখপাত্র ফারুক হাসান এবং উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, আব্দুজ জাহের, হাবিবুর রহমান রিজু ও রবিউল হাসান।

সভা শেষে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আমরা দেশের সার্বিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। সভায় আশা প্রকাশ করা হয়, উভয় দল আগামী দিনে জাতীয় সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করবে।

তিনি বলেন, ঐকমত্য কমিশনের কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়েছে। দেশের সব ছোট-বড় দলের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে আমরা উভয় দলই আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়েছি। এ ছাড়া স্থানীয় সরকার ব্যবস্থা অকার্যকর থাকায় জনগণ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. তাহের বলেন, জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদ আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী দলসহ ফ্যাসিবাদবিরোধী অন্যান্য দলকে নিয়ে একটি নির্বাচনি জোট গঠনের বিষয়ে একমত হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম