Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

নগদ টাকার চাহিদা বেড়েছে

কলমানি সুদ সর্বোচ্চ ১৩ শতাংশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তারল্য সংকট নিরসনে সদ্যবিদায়ি অর্থবছরের শেষ দিনেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন বিল ও বন্ডের বিপরীতে ১৬ হাজার ৭০৪ কোটি টাকা ধার দিয়েছে। ৪ শতাংশ থেকে ১১ শতাংশ সুদে এ ধার নিয়েছে। এদিকে কলমানি মার্কেট থেকেও ব্যাংকগুলোর ধার করার প্রবণতা বেড়েছে। একই দিনে কলমানি থেকেও বেশ ধার করেছে। বুধবার অর্থবছরের দ্বিতীয় দিনে কলমানি মার্কেট থেকে ধার নিয়েছে ৫ হাজার ২৯০ কোটি টাকা। সুদের হার ছিল সর্বোচ্চ ১৩ শতাংশ। সর্বনিম্ন ছিল ১১ শতাংশ। অর্থবছরের শুরুর দিকে দিনে ব্যাংকগুলোতে নগদ অর্থের চাহিদা বাড়ায় কলমানির সুদের হার বেড়েছে। আগে জুন ক্লোজিংয়ের পর কলমানির সুদের হার এক থেকে দেড় শতাংশে নেমে আসত। বুধবার তা সর্বোচ্চ ১৩ শতাংশে উঠেছে। ৩০ জুনের আগে আমানতের লক্ষ্যমাত্রা পূরণ করতে এক দিনের জন্যও বিভিন্ন ব্যাংক গ্রাহকদের কাছ থেকে ধার করেছে। সেগুলো এখন পরিশোধ করতে হচ্ছে। কিন্তু কিছু ব্যাংকের হাতে নগদ টাকা না থাকায় তারা কেন্দ্রীয় ব্যাংক ও কলমানিতে ধার নিয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম