Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

উলটো রথযাত্রা পালিত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব জগন্নাথ দেবের উলটো রথযাত্রা শনিবার পালিত হয়েছে। ভক্তরা দড়ি ধরে রথ টেনে নিয়ে যান। এ সময় ঢাকঢোল বাজিয়ে তালে তালে নেচে কীর্তন করেন ভক্তরা। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সন্তোষপাড়া গৌড় নিতাই মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বের হয় উলটো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা।

শোভাযাত্রাটি সন্তোষপাড়া গৌড় নিতাই মন্দির, সিরাজদিখান ভূমি অফিস, সিরাজদিখান থানা গেট, সিরাজদিখান বাজার, সিরাজদিখান উপজেলা বাসস্ট্যান্ড, সিরাজদিখান আরাফাত জেনারেল হাসপাতাল গেট হয়ে দানিয়াপাড়া শ্রী শ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দিরে পৌঁছানোর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে রথযাত্রা উৎসবের। উলটো পথে ভক্তরা চলন্ত রথের দড়ি ছুঁয়েছেন। রথ থেকে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ। এ সময় রথের সঙ্গে ভক্তরা ঢাকঢোল ও বাদ্যের তালে নেচে-গেয়ে কীর্তন করেছেন। উলটো রথযাত্রা উপলক্ষ্যে সন্তোষপাড়া গৌড় নিতাই মন্দিরে এক আলোচনা সভায় সিরাজদিখান পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস। বিশেষ অতিথি সিরাজদিখান হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাস, সহসভাপতি অ্যাডভোকেট সমরেশ নাথ। উলটো রথযাত্রার উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দানিয়াপাড়া মদনমোহন রাধারানী জিউর মন্দির কমিটির সম্পাদক চন্দ্র নাথ বনিক। ঢাকার নবাবগঞ্জে নবাবগঞ্জের কলাকোপা পোদ্দারবাড়ি রথখোলায় উপস্থিত ভক্ত ও পুণ্যার্থীরা রথের রশি টেনে মন্দিরে গিয়ে শেষ করেন। এছাড়া নবাবগঞ্জের চন্দ্রখোলা কালীমন্দির ও রাধা গোবিন্দ মন্দির কমিটির উদ্যোগে উলটো রথযাত্রায় বিপুলসংখ্যক ভক্ত ও পুণ্যার্থীর আগমন ঘটে।

অন্যদিকে নবাবগঞ্জের বান্দুরা, বর্ধনপাড়া, গোবিন্দপুর, খলসিতে উলটো রথযাত্রা উৎসবে রথের রশি টেনে পালন করেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী মানুষ।

কলাকোপা পোদ্দারবাড়ি রথযাত্রা উদ্যাপন কমিটির সভাপতি ও জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি উত্তম কুমার রায় বলেন, কলাকোপায় প্রায় পাঁচশ বছর আগে থেকে রথযাত্রা উদ্যাপন করা হচ্ছে। দোহারের আওলিয়াবাদ নামহট্ট সংঘ ও জয়পাড়াবাসীর উদ্যোগে পৃথকভাবে উলটো রথযাত্রা অনুষ্ঠিত হয়। ?দুটি রথযাত্রায় ভক্ত-পুণ্যার্থীরা রথের রশি টেনে জয়পাড়া জগৎবন্ধুর আঙিনা থেকে জয়পাড়া ও আওলিয়াবাদে গিয়ে শেষ করা হয়।

গাজীপুরের কালিয়াকৈরে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের (ইসকন) আয়োজনে কালিয়াকৈর কালীমন্দির ও স্বর্ণপট্টি এলাকা থেকে উলটো রথযাত্রা বের হয়ে কালিয়াকৈর বাজার, বাসস্ট্যান্ড, বাইপাস, ফুলবাড়িয়া সড়ক প্রদক্ষিণ করে ইসকন মন্দিরে পরিসমাপ্তি ঘটে। এদিকে শত শত ভক্তরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। জগন্নাথ দেবের পূজা, নাম সংকীর্তন, জগন্নাথ দেবের ভোগ আরতি অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর ইসকনের সভাপতি রাজিব সাহা ও সম্পাদক রিপন পালের সার্বিক তত্ত্বাবধানে উলটো রথযাত্রায় উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান, ওসি (অপারেশন) যোবায়ের, সুশান্ত কুমার সাহা, ভৈরব সাহা, পীযুষ সাহা, আশীষ কুমার রায়, পলাশ সরকার, বিধান সাহা প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম