আধা ঘণ্টার ব্যবধানে মহাখালী ও ফার্মগেটে ককটেল বিস্ফোরণ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মহাখালী ও ফার্মগেট এলাকায় আধা ঘণ্টার ব্যবধানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফার্মগেটে বিস্ফোরণে ফুটপাতের এক দোকানি আহত হয়েছেন।
রোববার রাতে এ ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানতে পারেনি পুলিশ।
জানা গেছে, রাত ১০টার দিকে মহাখালীর এসকেএস টাওয়ারের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। স্থানীয় লোকজনের ধারণা, ফ্লাইওভার থেকে কেউ এটি নিক্ষেপ করেছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনাস্থলটি কাফরুল থানার আওতাধীন। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিস্ফোরণের ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। সেখানকার লোকজন জানিয়েছেন, তারা রাত ১০টার দিকে ককটেল বিস্ফোরণের মতো শব্দ পেয়েছিলেন।
মহাখালীতে বিস্ফোরণের আধা ঘণ্টা ব্যবধানে ফার্মগেট ওভার ব্রিজের নিচে দুটি ককটেল বিস্ফোরিত হয়। একটি ককটেল ছুড়ে মারার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। আরেকটি গড়িয়ে যেতে দেখে ফুটপাতের একজন দোকানি সেটি পা দিয়ে সরিয়ে দেখছিলেন। এ সময় বিস্ফোরিত হয় ককটেলটি। এতে তিনি সামান্য আহত হন।
