Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণ

শ্রীপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুরের শ্রীপুরে ফিল্মি কায়দায় পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্রকে অপহরণ করে নিয়ে গেছে এক ছাত্রলীগ নেতা। মঙ্গলবার বিকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হাজী প্রি-ক্যাডেট স্কুলে এ ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। সন্ধ্যায় অপহরণের ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অপহৃত স্কুলছাত্র ফেরদৌস আহমেদ (১৪) উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। অপহরণকারী মো. কাওসার আহমেদ গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তিনি ধনুয়া গ্রামের ইমান আলীর ছেলে। স্কুলছাত্রকে অপহরণে তাকে সহায়তা করেছেন এমদাদুল হক, নূরুল হক ও মোস্তফাসহ কয়েকজন। এদিকে গভীর রাতে অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা একজন স্কুলছাত্রকে কয়েকজন যুবক মারতে মারতে নিয়ে যাচ্ছেন। স্কুলশিক্ষক রুবেল হোসেনসহ কয়েকজন শিক্ষার্থী তাকে রক্ষার চেষ্টা করেন। এ সময় টি-শার্ট পরা অস্ত্রধারী ক্ষিপ্ত হয়ে শিক্ষক রুবেলের দিকে পিস্তল তাক করে ভয় দেখান। স্কুলের সহকারী শিক্ষক আলমগীর হোসেন বলেন, শিক্ষার্থীদের চিৎকার ও কান্নাকাটি শুনতে পেয়ে আমরা বাইরে গিয়ে এমন দৃশ্য দেখতে পাই। আমরা শিক্ষার্থীকে রক্ষার জন্য চেষ্টা করি। কিন্তু অস্ত্রধারীরা বেশ কয়েকবার গুলি করার চেষ্টা করে। এরপর আমরা গুলির ভয়ে পিছু হটি।

অপহৃত স্কুলছাত্রের মামা নাদিম মাহমুদ বলেন, বিষয়টি জানার পরপরই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এর দুই ঘণ্টা পর পুলিশের সহযোগিতায় আমার ভাগ্নেকে অপহরণকারী কাওসারের বাড়ির পাশ থেকে উদ্ধার করতে সক্ষম হই। তবে কেনো আমার ভাগ্নেকে অপহরণ করা হয়েছে তা জানতে পারিনি। এদিকে ঘটনার পরপরই অপহরণকারী কাওসার গাঢাকা দেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, অপহৃতকে উদ্ধার করা হয়েছে। গত রাত ১২টার দিকে অপহরণকারী ছাত্রলীগ নেতা কাওসারকে জৈনাবাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম