দেড় সপ্তাহে ডলারের দাম কমল ১ টাকা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্যাংকগুলোতে আমদানি খাতে ডলারের দাম আরও কমেছে। বুধবার প্রতি ডলার গড়ে ১২২ টাকা করে বিক্রি হয়েছে। ডলারের সর্বনিম্ন দাম ছিল ১২১ টাকা ৮৫ পয়সা এবং সর্বোচ্চ দাম ছিল ১২২ টাকা ৩০ পয়সা। গত দেড় সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের দাম প্রায় এক টাকা কমেছে। আমদানি খাতে ডলারের দাম কমার পাশাপাশি অন্যান্য খাতেও এর দাম কমছে। মূলত রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে ব্যাংকগুলোতে ডলারের প্রবাহ বেড়েছে। এতে দাম কমতে শুরু করেছে।
এদিকে ডলারের দাম কমাকে ইতিবাচক হিসাবে দেখছেন দেশের অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তারা বলেছেন, ডলারের দাম কমার কারণে আমদানিতে খরচ কমবে। ফলে আমদানি পণ্যের দাম কিছুটা হলেও কমার কথা। এর প্রভাবে দুই দিক থেকে চাপ কমবে মূল্যস্ফীতিতে। একদিকে আমদানি পণ্যের দাম কমা ও অন্যদিকে টাকার মান বৃদ্ধি। ফলে আগামীতে মূল্যস্ফীতির হার আরও কমার সম্ভাবনা রয়েছে। এর আগে গত মঙ্গলবার পর্যন্ত ডলারের দাম গড়ে ৬০ পয়সা কমেছিল। মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংকগুলো গড়ে প্রতি ডলার বিক্রি করেছে ১২২ টাকা ৪০ পয়সা করে। এর আগে ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার পর এর মূল্য বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকায় উঠেছিল। বুধবার এর দাম আরও কমে গড়ে প্রতি ডলার বিক্রি হয়েছে ১২২ টাকা করে। একইদিন প্রায় দুই মাস পর ডলারের সর্বনিম্ন দাম ১২২ টাকার নিচে নেমেছে। অর্থাৎ ১২১ টাকা ৮৫ পয়সায় বিক্রি হয়েছে।
