Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

জঙ্গিবাদের অভিযোগ

তদন্তে মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তদন্তে একসঙ্গে কাজ করবে ঢাকা ও কুয়ালালামপুর। শুক্রবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তৌহিদ হোসেন। তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তদন্তে তথ্য ও সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান। জবাবে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তদন্তে সহায়তা ও যোগাযোগ সহজতর করার আশ্বাস দেন।

এর আগে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তৌহিদ হোসেন। বৈঠকে বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া, রোহিঙ্গা সংকট এবং এলডিসি-পরবর্তী সহায়তা নিয়ে কথা হয়। এছাড়াও তিনি নিউজিল্যান্ড, শ্রীলংকা ও কোরিয়া প্রজাতন্ত্রের উপমন্ত্রী এবং প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়ে মতবিনিময় হয়।

বাংলাদেশ ২০০৬ সালে আসিয়ান আঞ্চলিক ফোরামের সদস্যপদ লাভ করে। ২৭টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত এই ফোরামটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আস্থা ও নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে নব্বইয়ের দশকের গোড়ার দিকে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশ এআরএফ-এর দুটি অগ্রাধিকার ক্ষেত্র ‘সন্ত্রাসবাদ দমন ও আন্তর্জাতিক অপরাধ’ এবং ‘দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ’-এর সহসভাপতির দায়িত্ব পালন করছে।

বিকালে এআরএফ-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে জাতীয় বিবৃতি প্রদান করেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি রোহিঙ্গা সংকটকে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে বিষয়টিতে আসিয়ানভুক্ত দেশগুলোর আরও মনোযোগ কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশকে আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হিসাবে বিবেচনার জন্যও সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার ও বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান : রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যকার চলমান সহযোগিতা এবং যাচাইকৃত বাস্তুচ্যুতদের প্রত্যাবাসনের জন্য গৃহীত দ্বিপাক্ষিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা প্রত্যাবাসন প্রক্রিয়ায় আসিয়ানের চলমান সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা করছি। পাশাপাশি আসিয়ান আশা করছে যে, শিগ্গিরই একটি সমন্বিত প্রয়োজনীয় মূল্যায়ন (সিএনএ) পরিচালনার উপযোগী পরিবেশ তৈরি হবে এবং আসিয়ান মহাসচিব প্রত্যাবাসন প্রক্রিয়ায় কার্যকরভাবে অবদান রাখতে সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম