ডেমরায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টারে রোববার বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বোমা হামলা ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে হত্যার হুমকির প্রতিবাদে এ বিক্ষোভ করা হয়।
ডেমরা থানা বিএনপির ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি ঢাকা-৫ আসনের বিএনপির প্রধান সমন্বয়কারী নবী উল্লাহ নবীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে। প্রথমে মিছিলটি স্টাফ কোয়ার্টার থেকে শুরু হয়ে রামপুরা রোডের উর্মী গার্মেন্টস হয়ে পুনরায় স্টাফ কোয়ার্টারে এসে শেষ হয়।
এতে সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির নেতা এসএম রেজা চৌধুরী সেলিম। সঞ্চালনা করেন বিএনপি নেতা মো. আনিসুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খান, ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুর হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ হোসেন, ৬৭ নম্বর ওয়ার্ডের সভাপতি হাজী জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক দুলাল ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ৬৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ।
