জুলাইয়ের স্মরণে ঢাবিতে ৩ দিনব্যাপী কর্মসূচি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ ৩ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষ্যে টিএসসিতে অডিও-ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো-এর আয়োজন করা হবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।
রোববার ঢাবি উপাচার্যের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ১৪ জুলাই টিএসসি চত্বরসহ সম্ভাব্য স্থানে ফায়ার সার্ভিস টিম অবস্থান করবে। টিএসসি ও এর আশপাশে ১০টি স্থানে বিশুদ্ধ ও সুপেয় খাবার পানি সরবরাহের ব্যবস্থা থাকবে।
