আনসারদের দায়িত্বে অবহেলার অভিযোগ ভিত্তিহীন: মহাপরিচালক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মো. সোহাগ হত্যাকাণ্ডে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বে অবহেলার অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। রোববার বিকালে আনসার বাহিনীর খিলগাঁও সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মহাপরিচালক জানান, আনসার সদস্যরা হাসপাতালের নির্ধারিত রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করে থাকেন। যার নিয়ন্ত্রণ থাকে হাসপাতাল কর্তৃপক্ষের। বিশেষ করে হাসপাতালের পরিচালক ও ডিডির (প্রশাসন) অধীনে। ঘটনার দিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ নম্বর গেটে একজন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। এরপর ওই স্থানে আর কোনো আনসার সদস্য মোতায়েন ছিল না।
তিনি বলেন, ঘটনার সময় শতাধিক মানুষ সেখানে উপস্থিত ছিলেন। অনেকে ভিডিও করছিলেন। কিন্তু কেউ আনসার ক্যাম্পে খবর দেননি ও ফোনও করেনি। যখন প্লাটুন কমান্ডার খবর পান- তখন তিনি দৌড়ে ঘটনাস্থলে আসেন। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ বলেন, এই মর্মান্তিক ঘটনায় দেশের প্রতিটি সচেতন নাগরিকের মতো আমরাও শোকাহত। কিন্তু একটি পেশাদার বাহিনীর বিরুদ্ধে দায়িত্ব অবহেলার মতো ভিত্তিহীন অভিযোগ দুঃখজনক এবং হতাশাজনক। আনসার সদস্যরা দায়িত্বপ্রাপ্ত এলাকার সীমানা, রোস্টার এবং হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনার বাইরে কিছু করতে পারেন না।
