Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ড্যাবের মতবিনিময় সভায় নেতারা

ফ্যাসিস্টদের ঘোলা পানিতে মাছ শিকার রুখে দেওয়া হবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটি চিহ্নিত গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে বিরূপ প্রচারণা চালাচ্ছে। বিশেষ করে আওয়ামী ফ্যাসিস্ট শক্তির প্রেতাত্মারা নানা ছলচাতুরী করে আবারও জাতীয়তাবাদী শক্তিকে কোণঠাসা করতে চাইছে। কিন্তু ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী চিকিৎসক সমাজ তা সফল হতে দেবে না। চিহ্নিত এই ফ্যাসিস্ট অপশক্তিকে ‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা’ রুখে দেওয়া হবে। রোববার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে ডক্টর অ্যাসোসিয়শেন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক মতনিবিনয় সভায় চিকিৎসক নেতরা এমন হুঁশিয়ারি দেন। আসন্ন ড্যাব নির্বাচন উপলক্ষ্যে শহীদ সোহরাওয়ারর্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় কিডনি ইনস্টিটিউট ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয়তাবাদী আদর্শের চিকিৎসক-শিক্ষকরা সভার আয়োজন করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম