ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সম্মেলন কাল শুরু
যোগ দেবে বাংলাদেশ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ‘বাস্তব পদক্ষেপ’ ঘোষণা করতে বাংলাদেশসহ বিশ্বের ২০টিরও বেশি জরুরি সম্মেলনে বসছে। কলম্বিয়ার রাজধানী বোগোটায় আগামী ১৫-১৬ জুলাই এ সম্মেলন হবে। কূটনীতিকরা ‘মিডল ইস্ট আই’-কে এ খবর জানিয়েছেন। ‘দ্য হেগ’ গ্রুপের সহ-সভাপতি হিসাবে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা যৌথভাবে সম্মেলন আয়োজন করছে। ইসরাইল ও এর প্রভাবশালী মিত্রদের সৃষ্ট ‘দায়মুক্তির পরিবেশ’ মোকাবেলায় সমন্বিতভাবে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়াই সম্মেলনের উদ্দেশ্য। হেগ গ্রুপ বর্তমানে আটটি রাষ্ট্রের একটি জোট। ৩১ জানুয়ারি নেদারল্যান্ডসের হেগ শহরে এটি গঠিত হয়। আন্তর্জাতিক আইনের আওতায় ইসরাইলকে জবাবদিহি করার লক্ষ্য নিয়ে গ্রুপটি গঠিত হয়েছিল। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়কমন্ত্রী রোল্যান্ড লামোলা ‘মিডল ইস্ট আই’-কে বলেন, জানুয়ারিতে হেগ গ্রুপের গঠন ব্যতিক্রমবাদ ও আন্তর্জাতিক আইনের ব্যাপক ক্ষয়রোধে বৈশ্বিক প্রতিক্রিয়ায় এক মোড় পরিবর্তনের সূচনা করেছে।
তিনি আরও বলেন, একই স্পৃহা বোগোটা সম্মেলনে প্রাণসঞ্চার করবে। সেখানে জড়ো হওয়া দেশগুলো এই স্পষ্ট বার্তাই দেবে যে, কোনো জাতি আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধের জবাবদিহি না হয়ে যাবে না। আমরা একযোগে সুনির্দিষ্ট আইনি, কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিতে কাজ করব, যাতে জরুরি ভিত্তিতে ইসরাইলের ফিলিস্তিন ধ্বংসযজ্ঞ বন্ধ করা যায়। হেগ গ্রুপের প্রতিষ্ঠাতা ৮টি দেশ হলো- বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা।
