Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খুলনায় লেভেলক্রসিংয়ে আটকে পড়া ট্রাকের সঙ্গে চলন্ত ট্রেনের সংঘর্ষে অজ্ঞাতনামা একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানার আফিল গেটে সংঘর্ষ হয়। এ ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাত পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছিল।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সোয়া ৮টার দিকে ডাউন মহানন্দ ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময় একটি ট্রাক রেললাইনের ওপর উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।

খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, আফিল গেট বাইপাস সড়ক লেভেলক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে তার স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় খুলনার দিকে আসা ট্রেনটি ট্রাককে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায় এবং ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন। গুরুতর আহত বয়স্ক এক ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। আহত ওই ব্যক্তি মারা গেছেন।

রাত সাড়ে ১০টায় খুমেক হাসপাতালের ডা. আশরাফ হোসেন বলেন, এ পর্যন্ত ১০ জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। ৬০-৬৫ বছর বয়সের একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। তাকে জরুরি বিভাগে রাখা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম