জঙ্গি সংগঠক শামিন মাহফুজ আবারও গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আবারও গ্রেফতার হলেন বিতর্কিত জঙ্গি সংগঠক শামিন মাহফুজ। এবার জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়া এই জঙ্গিনেতাকে সোমবার নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব-১১। পরে এটিইউর করা সাভার থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওইদিনই তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের এসপি ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল যুগান্তরকে বলেন, তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটিইউ সূত্র জানায়, ২ জুলাই সাভারের ফয়সাল নামের এক যুবককে গ্রেফতার করা হয়। ৩ জুলাই তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ৫ জুলাই সাভার থানায় ফয়সালসহ আরও পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন এটিইউর পরিদর্শক আব্দুল মান্নান। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আল ইমরান ওরফে ইঞ্জিনিয়ার ইমরান হায়দার, রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ এবং সানাফ হোসেন। তারা টিটিপির সঙ্গে সম্পৃক্ত বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।
