চার দিন কমার পর ডলারের দাম বাড়ল ১ টাকা ৪০ পয়সা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টানা চার দিন ডলারের দাম কমার পর কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে মঙ্গলবার এর দাম বেড়েছে। গত সোমবার পর্যন্ত ডলারের দাম ৩ টাকা ২৮ পয়সা কমেছিল। মঙ্গলবার এক দিনেই ডলারের দাম বেড়েছে ১ টাকা ৩৯ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, দেশের বৈদেশিক মুদ্রাবাজারে মঙ্গলবার ডলারের সর্বোচ্চ দাম ১২১ টাকা ৫০ পয়সা এবং সর্বনিু দাম ১২০ টাকা ৮০ পয়সায় ওঠে। গড় দাম ছিল ১২১ টাকা ১১ টাকা। সোমবার ছিল যথাক্রমে সর্বোচ্চ দাম ১২০ টাকা ১০ পয়সা ও সর্বনিু দর ১১৯ টাকা ৫০ পয়সা। ডলারের গড় দাম ছিল ১১৯ টাকা ৭২ পয়সা। এ হিসাবে ১ টাকা ৩৯ পয়সা কমেছে। ডলারের দাম স্থিতিশীল রাখতে রোববার কেন্দ্রীয় ব্যাংক বাজারের চেয়ে বেশি দামে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনেছে। এছাড়া ব্যাংকগুলোকে পরস্পরের প্রয়োজনে ডলার লেনদেন করার পরামর্শ দিয়েছে। এছাড়া অফশোর ব্যাংকিং ইউনিটে ডলার স্থানান্তরের কথা বলেছে। এসব পদক্ষেপের ফলে বাজারে ডলারের দাম কিছুটা বেড়েছে।
এদিকে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার ২২টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৩১ কোটি ৩০ লাখ ডলার কিনেছে। ডলারের দরপতন ঠেকাতে নিলামের মাধ্যমে এ ডলার কেনা হয়। এতে প্রতি ডলারের দাম ছিল ১২১ টাকা ৫০ পয়সা।
