Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

মোহাম্মদপুরে ফের আতঙ্ক

এক ঘণ্টার মধ্যে গুলি ও কুপিয়ে দুজনকে হত্যা

কিশোর গ্যাং লিডার মোশারফের ছোট ভাইকে পুলিশে দিয়েছিলেন আল আমিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর মোহাম্মদপুরে মাত্র এক ঘণ্টার ব্যবধানে ঘটেছে দুটি হত্যার ঘটনা। বুধবার রাত ৮টায় আদাবরের নবোদয় হাউজিংয়ের ১০ নম্বর রোডে সন্ত্রাসীরা মো. ইব্রাহিম (২৯) নামে একজনকে গুলি করে হত্যা করে। রাত ৯টায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ে কুপিয়ে হত্যা করা হয় আল আমিন (২৭) নামে আরেকজনকে। দুই হত্যার ঘটনায় মোহাম্মদপুরে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

নবোদয় হাউজিংয়ের বাসিন্দারা জানান, রাতে একটি মোটরসাইকেলে মুখোশ পরিহিত তিন সন্ত্রাসী আসে। এসেই ইব্রাহীমকে এলোপাতাড়ি গুলি করে। এ সময় স্থানীয়রা ধাওয়া করে দুজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছে। এরা হলো-সজীব ও রুবেল। নিহত ইব্রাহীম প্রাইভেটকারচালক ছিলেন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। এদিকে, চাঁদ উদ্যানে নিহত আল আমিন পুলিশের সোর্স হিসাবে কাজ করতেন। কয়েকদিন আগে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ী মোশারফের ছোট ভাইকে পুলিশের কাছে ধরিয়ে দেন তিনি। রাত ৯টার দিকে মোশারফ, গিট্টুসহ কয়েকজন কিশোর গ্যাং সদস্য চাঁদ উদ্যান ৬ নম্বর রোডের মাথায় তাকে কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, আদাবরে হত্যার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মোহাম্মদপুরের খুনিদের গ্রেফতারেও আমাদের অভিযান চলছে।

এর আগে মোহাম্মদপুরে গত বছরের ৯ ফেব্রুয়ারি নবোদয় হাউজিংয়ে বিল্লাল ওরফে ফাইটার বিল্লালকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। চলতি বছরের ২৪ মার্চ মোহাম্মদপুরের টাউন হল এলাকায় মনির আহমেদ নামে এক ব্যবসায়ীর বাসায় অতর্কিত গুলি করে দুর্বত্তরা। এ ছাড়াও বিভিন্ন সময় মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের সহিংসতা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম