Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে স্বাভাবিক ডলার বাজার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কেন্দ্রীয় ব্যাংকের টানা হস্তক্ষেপে স্বাভাবিক হচ্ছে ডলার বাজার। আগে ডলারের দাম প্রতিদিন যেভাবে কমেছিল, এখন আর কমছে না। সামান্য হারে বাড়ছে। তবে গত তিন দিন সামান্য হারে বাড়ার পরও ডলারের দাম আগের পর্যায়ে ওঠেনি। রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে ব্যাংকে ডলারের জোগান যেভাবে বেড়েছিল সেগুলোর একটি অংশ কেন্দ্রীয় ব্যাংক বেশি দামে কিনে নিয়ে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী বৃহস্পতিবার প্রতি ডলার সর্বোচ্চ ১২১ টাকা ৩০ পয়সা করে বিক্রি হয়েছে। আগের দিন সর্বোচ্চ বিক্রি হয়েছিল ১২১ টাকা ২০ পয়সা। এ হিসাবে সর্বোচ্চ ডলারের দাম বেড়েছে ১০ পয়সা। বৃহস্পতিবার ব্যাংকগুলোতে সর্বনিম্ন ১২১ টাকা ২০ পয়সা দরে বেচাকেনা হয়েছে। আগের দিন বেচাকেনা হয়েছিল সর্বনিম্ন ১২০ টাকা ৭৭ পয়সা দরে। এ হিসাবে ডলারের দাম বেড়েছে ৪৩ পয়সা। বৃহস্পতিবার প্রতি ডলারের গড় দাম ছিল ১২১ টাকা ২৭ পয়সা। আগের দিন ছিল ১২০ টাকা ৯৩ পয়সা। গড় হিসাবে দাম বেড়েছে ৩৪ পয়সা।

ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার পর এর দাম সর্বোচ্চ ১২৩ টাকায় উঠেছিল। গত দেড় সপ্তাহ আগে বাজারে ডলারের প্রবাহ বাড়ায় চার দিনে দাম ৩ টাকা ৪০ পয়সা কমে গিয়েছিল। এর দাম সর্বনিম্ন ১১৯ টাকার ঘরে নেমেছিল। এতে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বাধাগ্রস্ত হতে পারে এ আশঙ্কায় এর দাম স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে চড়া দামে ডলার কিনতে শুরু করে। ফলে বাজারে স্থিতিশীলতা আসছে।

এদিকে বাজার থেকে ডলার কেনায় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম