ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশের খসড়া অনুমোদন
তফশিলের আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ মিলবে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর ফলে নির্বাচনের তফশিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ মিলবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি অনুমোদন দেওয়া হয়। এছাড়াও বৈঠকে ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন)’ এবং ‘মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন’ অধ্যাদেশ অনুমোদন করা হয়। এরপর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি বলেন গোপালগঞ্জের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি সব বিষয় দেখবে। এ ঘটনায় গোয়েন্দা তৎপরতার কোনো ব্যর্থতা আছে কিনা-সহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, কারও কোনো গাফিলতি আছে কি না, সেটা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ সময় উপস্থিত ছিলেন।
শফিকুল আলম বলেন, গোপালগঞ্জের ইস্যু নিয়ে তদন্ত কমিটি করা হয়েছে। ওই কমিটি সবকিছু খতিয়ে দেখবে। এক্ষেত্রে কারও কোনো গাফিলতি আছে কি না, সেটা খতিয়ে দেখবে তারা। তিনি বলেন, ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে নির্বাচনের তফশিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন যোগ্য নাগরিকরা।
ফয়েজ আহম্মদ বলেন, বিদ্যমান ব্যবস্থায় দেশের নাগরিকদের মধ্যে যারা ভোটার হওয়ার উপযোগী হন, অর্থাৎ যাদের বয়স ডিসেম্বরের মধ্যে ১৮ বছর হয়, তারা পরবর্তী জানুয়ারি মাসের হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। নির্বাচন কমিশন প্রতিবছরের ২ জানুয়ারি ওই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। এরপর ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এতে দেখা যায়, পরবর্তী নির্বাচনের আগে যেসব নাগরিকের বয়স ১৮ বছর হয়, অর্থাৎ ভোটার হওয়ার জন্য যোগ্য হন, তারা ওই নির্বাচনে ভোটাধিকারের সুযোগ পান না। তাদের পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করতে হয়। তিনি বলেন, এ বাস্তবতায় নির্বাচন কমিশন ভোটের তফশিল ঘোষণার আগে যৌক্তিক সময়ের মধ্যে যারা ভোটার হওয়ার উপযোগী হন, তাদের ভোটার তালিকায় নিয়ে আসাকে যৌক্তিক মনে করে। এ বিষয়ে উদাহরণ হিসাবে তিনি বলেন, ধরুন ফেব্রুয়ারিতে নির্বাচন। এর সর্বোচ্চ দুই মাস আগে তফশিল ঘোষিত হয়। সে হিসাবে সর্বোচ্চ নভেম্বর, এর মানে নভেম্বর পর্যন্ত যারা ভোটার হওয়ার উপযোগী হন, তারা ভোটার হওয়ার সুযোগ পান না। বরং আগের বছরের ডিসেম্বর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে, তারাই ভোটাধিকার পান। ফয়েজ আহম্মদ আরও বলেন, নতুন যে অধ্যাদেশের খসড়াটি অনুমোদন করা হলো, এর ফলে যখন নির্বাচনের তফশিল ঘোষণা হবে, এর অন্তত এক মাস আগ পর্যন্ত যেসব ব্যক্তির বয়স ১৮ বছর হবে, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।
গোপালগঞ্জে বুধবার সংঘটিত সহিংস ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটির প্রধান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে। কমিটির অন্য দুই সদস্য হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এবং অন্যজন আইন ও বিচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। কমিটিকে পূর্ণাঙ্গ তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জ ইস্যুতে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এর মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং যে বা যারা যে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ, সহিংসতা ও মৃত্যুর জন্য দায়ী, তাদের আইনানুগ জবাবদিহির আওতায় আনা হবে।
এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় ‘মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, অঙ্গদানের ক্ষেত্রে দাতার পরিধি বাড়ানো হয়েছে। এতে কিডনি প্রতিস্থাপনের কাজ দেশে আরও সহজ হবে। আন্তর্জাতিক আইন মেনে এটি করা হয়েছে। এছাড়া লাশ থেকে কীভাবে অঙ্গ সংগ্রহ করা যাবে এবং কীভাবে প্রতিস্থাপন করা যাবে, সে বিষয়েও বলা হয়েছে অধ্যাদেশে। একই বৈঠকে ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
