Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

জুলাই শহীদদের স্মরণ

গাজীপুর ও কালিয়াকৈরে বিএনপির মৌন মিছিল

Icon

গাজীপুর ও কালিয়াকৈর প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় গাজীপুরে একাধিক সভা, দোয়া মাহফিল ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকালে জেলা শহরের রাজবাড়ি রোডের বিএনপি কার্যালয় প্রাঙ্গণে মৌন মিছিল-উত্তর সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন-জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহাম্মেদ, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সবুজ, আবু তাহের মুসল্লী, আবুবক্কর সিদ্দিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান মুন্না, যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা প্রমুখ। একই দিন বিকাল ৪টায় মহানগরের শিববাড়ির বাস টার্মিনালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন-মহানগর বিএনপি সভাপতি মো. শওকত হোসেন সরকার, বিএনপি নেতা ড. সহিদুজ্জামান, মেহেদী হাসান এলিস, সুরুজ আহাম্মেদ, হান্নান মিয়া হান্নু, আকম মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, মোহাম্মদ মোস্তফা নীনা, কৃষকদল সভাপতি আতাউর রহমান, সম্পাদক খান জাহিদুল ইসলাম, মহানগর শাখা যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর প্রমুখ। এছাড়া একই দিন কালিয়াকৈরে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলের নেতৃত্বে বিশাল মৌন মিছিল বের হয়। এর আগে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সফিপুরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কাজী সাইয়েদুল আলম বাবুল। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মেয়র মো. মোজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহাম্মেদ।

এদিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় গাজীপুরের কালিয়াকৈরে পথসভা ও মৌন মিছিল করেছে বিএনপি। শুক্রবার বিকালে উপজেলার সফিপুরে পথসভার আয়োজন করে কালিয়াকৈর পৌর ও উপজেলা বিএনপি। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পথসভায় বক্তারা বলেন, গত বছরের জুলাই-আগস্ট মাসে গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক ক্ষমতাচ্যুত হয়। এই আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয় এবং অনেক আন্দোলনকারী শহীদ ও আহত হন। তাদের আত্মত্যাগ এবং আহতদের যন্ত্রণা আমাদের উপলব্ধি করতে হবে। সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্ব করেন। পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইজুদ্দিন আহম্মেদের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সায়েদুল আলম বাবুল। প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম