Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

নবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকার নবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি শনিবার পালিত হয়েছে। নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই কর্মসূচি পালিত হয়। এ সময় শহীদ শেখ রাকিব ও আতাউর রহমান ইয়াসিনের জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়। পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে শহীদ পরিবারবর্গকে সেলাই মেশিন ও উপহারসামগ্রী তুলে দেন ইউএনও দিলরুবা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান, উপজেলা স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা ডা. এসএম সাখাওয়াত হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শাকিল আহমেদ, জুলাই গণ-অভ্যুত্থানে আহতের বাবা ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম, কলাকোপা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবু লাল মোদক, চূড়াইন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. লিটন উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম