Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

জুলাই জাতীয় সনদ

প্রত্যাশিত সাড়া মিলছে না

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়ন প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রত্যাশিত সাড়া মেলেনি। রাজপথে দলগুলোর দেওয়া বক্তব্য এবং জাতীয় ঐকমত্য কমিশনে দেওয়া লিখিত প্রস্তাবের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বলছে, পরবর্তী নির্বাচিত সরকার সনদ বাস্তবায়ন করবে। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলছে নির্বাচনের আগেই সনদের আইনিভিত্তি দিতে হবে। অর্থাৎ সনদের আইনিভিত্তি নিয়ে এখন পর্যন্ত কোনো দল ছাড় দিতে রাজি নয়। কমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ঐকমত্য কমিশন মনে করে, রাজনৈতিক দলগুলোর অবস্থান যা-ই থাকুক, সনদ বাস্তবায়নে বাধ্য করার মতো ক্ষমতা এখনও সরকারের কাছে রয়েছে। তাই তারা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সনদ তৈরি করে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে। সনদ নিয়ে ১৫ সেপ্টেম্বরের পর আর সময় নেবে না সরকার। এদিকে জুলাই সনদ ইস্যুতে বুধবারও বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে তারা সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চূড়ান্ত এবং বাস্তবায়নের উপায় বিবেচনা করতে সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সনদ চূড়ান্তকরণ এবং বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নির্ধারণে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্ত পরামর্শ ও সুপারিশ পর্যালোচনা করা হয়। বুধবারও কয়েকটি দল এ বিষয়ে মতামত জমা দিয়েছে। এসব মতামতকে বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন এবং ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন।

জানতে চাইলে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন, সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত পাওয়া গেছে। এগুলো সমন্বয় করে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করব। সেই আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সনদ রাজনৈতিক দলগুলোর কাছে স্বাক্ষরের জন্য পাঠানো হবে। তাদের স্বাক্ষর হলে চূড়ান্ত সনদ ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় সনদ চূড়ান্ত করতে ইতোমধ্যে ২৮টি রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে সভা করেছে ঐকমত্য কমিশন। এ পর্যন্ত ২৬টি দলের পক্ষ থেকে মতামত পাওয়া গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম