Logo
Logo
×

স্বজন সমাবেশ

কবিতা ও গানে মীরসরাইয়ে হেমন্ত উৎসব

Icon

মাহবুব পলাশ

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রনজিত ধরের কণ্ঠে ‘আমি বাংলায় গান গাই/ আমি বাংলার গান গাই/ আমি আমার আমিকে চিরদিন/ এই বাংলায় খুঁজে পাই’ গান দিয়ে শুরু হেমন্তের উৎসব। কবিতা আর গানে ১৫ নভেম্বর শনিবার বিকালে মীরসরাই পৌরসভাস্থ রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে এক হেমন্ত সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখা ও স্থানীয় খবরিকা পত্রিকার যৌথ উদ্যোগে এ হেমন্ত উৎসবের আয়োজন করা হয়। মীরসরাই উপজেলা স্বজন সমাবেশ সভাপতি লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আব্দুল আলীম তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানোয়ার ইসলাম রনির সঞ্চালনায় ওই সাহিত্য আসরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রামের কবি ও কথা সাহিত্যিক জিন্নাহ চৌধুরী। এসময় তিনি তার বক্তব্যে এমন বই ও সাহিত্য প্রেম আজকের সময়ে সমাজের অনন্য দর্পণ বলে অভিহিত করে একটি কর্মশালার উদ্যোগের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাট্যকার ও কবি মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সেলিম। কবিতা আবৃত্তি করেন কবি মাহমুদ নজরুল। আবৃত্তিসহ বক্তব্য রাখেন কবি ও লেখক শাহাদাত হোসেন লিটন, স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি মাজহারুল হক ও কবি চন্দনা চক্রবর্তি। অনুষ্ঠানে যুগল কণ্ঠে সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র আবৃত্তি করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক মাহবুব পলাশ ও তার সহধর্মিণী কবি তাছলিমা চৌধুরী সুরভী। আধুনিক গান গেয়ে শোনান কবি ও সংগঠক রিপন গোপ পিন্টু। হেমন্ত মুখোপাধ্যায়ের ‘কতদিন পরে এলে একটু বস’ গান গেয়ে শোনান শিল্পী বাবু মতি লাল। শিশুশিল্পী হিমাদ্রী শেখর দে আবৃত্তি করে রবীন্দ্রনাথের বীর পুরুষ। এছাড়া রনজিত বাবু ও মতিলাল বাবুর কণ্ঠে লালন ও হেমন্ত মুখোপাধ্যায়ের গান পুরো হেমন্ত আসরজুড়ে এনে দেয় ভিন্ন এক আবহ। এছাড়া হেমন্ত উৎসবে গোধূলি বেলা পর্যন্ত জান্নাত, আইভি, সোহানসহ বিভিন্ন শিশুদের ছড়া ও গান সবাইকে বিমোহিত করে রাখে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রশিদুল হাসান, মীর হোসেন, হারাধন চক্রবর্তি, ইব্রাহিম বাদশা, ফাহমিদা আহমেদ রেবা, শিহাব উদ্দিন, তানজিল আরা তানজু, তাকিবুর রহমান প্রমুখ। সবশেষে অনুষ্ঠানের সভাপতি সৈয়দ আব্দুল আলীম তুহিন তার বক্তব্যে ওই পাঠাগারে স্বজন সমাবেশের আয়োজনে আরও বৃহত্তর পরিসরে শিল্প সাহিত্য অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম