Logo
Logo
×

স্বজন সমাবেশ

স্বজন সংবাদ

গাছায় আলোচনা সভা

Icon

সখিনা আক্তার

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুরের গাছা স্বজন সমাবেশের উদ্যোগে গত ১০ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে চেতনা ও মানবিক মূল্যবোধে ঋদ্ধ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগান্তর স্বজন সমাবেশ গাছা শাখার সভাপতি প্রদীপ দেবনাথের সভাপতিত্বে এবং প্রভাষক মো. আমির হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ সভা হয়ে ওঠে মানবাধিকার, নারীর ক্ষমতায়ন ও সামাজিক দায়বদ্ধতার এক আলোকিত মঞ্চ। আলোচনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি, গাছা শাখার সাধারণ সম্পাদক মাজহার রুবেল, শিক্ষক হারুন অর রশিদ, টঙ্গী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আহসানুল কবির, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহজাহান শোভন এবং সমাজকর্মী সখিনা আক্তার। তাদের বক্তব্যে বেগম রোকেয়ার আদর্শ, মানবাধিকারের সার্বজনীনতা ও সমকালীন সমাজে মানবিক চর্চার প্রয়োজনীয়তা গভীরভাবে প্রতিফলিত হয়।

সভায় স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন কিরণ আহমেদ, কাজী জাকির হোসেন, মোতাহার হোসেন, শহিদুল ইসলাম, সুমাইয়া ভূঁইয়া, এনামুল হক, খলিলুর রহমান, কুলসুম বিবি, ফারজানা পারভীন, পারভীন সুলতানা, মাকসুদা খন্দকার, হাসান, বিপ্লব মিয়া, আমীর ইয়াসমিন, শাহনাজ পারভীন, এলমিনা নাসরিন সোমা, নাজমুল হাসান নাসিম, নাজমুল আলম, আলী হোসেন, জুনাইদ সরকার, শাকিল আহমেদ, আবু তাহের, মাজহারুল ইসলাম, শাহ হাসান প্রমুখ। আলোচনা পর্ব শেষে সৌহার্দ ও আনন্দের আবেশে গাছা স্বজনের সাধারণ সম্পাদক মাজহার রুবেল, স্বজন আহসানুল কবির, মোতাহার হোসেন ও কাজী মো. জাকির হোসেনের শুভ জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে তাদের জন্মবার্ষিকীর দিনটি উদযাপন করা হয়।

গাছা শাখার সভাপতি প্রদীপ দেবনাথ বলেন, ‘বেগম রোকেয়ার আদর্শ আমাদের আলোকিত সমাজ গঠনের পথ দেখায়। মানবাধিকার প্রতিষ্ঠায় সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই পারে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে।’

সাধারণ সম্পাদক মাজহার রুবেল বলেন, ‘মানবাধিকার রক্ষায় নীরবতা নয়, প্রয়োজন সচেতন প্রতিবাদ ও মানবিক চর্চা। পাশাপাশি বেগম রোকেয়ার দর্শন বাস্তবায়নও সমাজের জন্য জরুরি।’

সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহজাহান শোভন বলেন, ‘মানবিক সমাজ গঠনে তরুণদের সচেতন ভূমিকা অপরিহার্য। বৈষম্য, সহিংসতা ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ালেই বেগম রোকেয়ার আদর্শ ও আন্তর্জাতিক মানবাধিকার দিবসের চেতনা যথার্থ অর্থে বাস্তবায়িত হবে।’

যুগ্ম সাধারণ সম্পাদক, স্বজন সমাবেশ, গাছা (গাজীপুর) শাখা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম