Logo
Logo
×

স্বজন সমাবেশ

মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Icon

রফিকুল ইসলাম

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে গাজীপুর মহানগরীর অঞ্চল-২-এর পূবাইল এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের পূবাইল শাখা। দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়।

১৬ ডিসেম্বর দুপুর থেকে শুরু হওয়া এ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলে। এতে পূবাইল এলাকার প্রবীণ বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মানে নানা কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন স্বজন সমাবেশের সদস্যরা। এরপর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দুপুরে মুক্তিযোদ্ধা ও স্বজন সদস্যদের অংশগ্রহণে একসঙ্গে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।

খোলা প্রাঙ্গণে বৃত্তাকারে বসে মুক্তিযোদ্ধারা একাত্তরের স্মৃতিচারণায় অংশ নেন। মুক্তিযোদ্ধাদের উপস্থিতি পুরো পরিবেশকে আবেগঘন ও ভাবগাম্ভীর্যে ভরিয়ে তোলে। উপস্থিত স্বজন সদস্য ও স্থানীয়রা নীরবে ও মনোযোগ দিয়ে মুক্তিযোদ্ধাদের বক্তব্য শোনেন।

স্মৃতিচারণা পর্বে মুক্তিযোদ্ধারা যুদ্ধের প্রস্তুতি, প্রশিক্ষণ গ্রহণ, সম্মুখসমরের অভিজ্ঞতা, সহযোদ্ধাদের হারানোর বেদনা, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এবং বিজয়ের আনন্দসহ মুক্তিযুদ্ধ চলাকালীন তাদের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনার বর্ণনা দেন। তাদের এসব কথায় মুক্তিযুদ্ধের ভয়াবহতা ও ত্যাগের চিত্র স্পষ্ট হয়ে ওঠে। মুক্তিযোদ্ধাদের বর্ণিত এসব স্মৃতি ভিডিও ধারণের মাধ্যমে সংরক্ষণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করতে এসব ভিডিও দিয়ে একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) তৈরির উদ্যোগ নিয়েছে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের পূবাইল শাখা।

পূবাইল শাখার সভাপতি শাহেদ সরকার রাকিব ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধাদের সম্মান জানান এবং তাদের স্মৃতি সংরক্ষণ করাই আমাদের এ আয়োজনের মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, মুক্তিযুদ্ধের পর দীর্ঘ ৫৪ বছরের ইতিহাসে স্থানীয় পর্যায়ে এমন সম্মাননা ও স্মৃতি সংরক্ষণের আয়োজন তারা আগে কখনো পাননি। তাদের জীবনের অভিজ্ঞতা ও যুদ্ধকালীন স্মৃতিকে গুরুত্ব দিয়ে আয়োজন করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

শেষে আবেগাপ্লুত হয়ে মুক্তিযোদ্ধারা স্বজন সমাবেশের সদস্যদের বুকে জড়িয়ে ধরে সন্তুষ্টি ও আনন্দ প্রকাশ করেন। তাদের মতে, এ ধরনের আয়োজন মুক্তিযোদ্ধাদের সম্মান বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা উপহার তুলে দেন স্বজন সমাবেশের সদস্যরা।

আয়োজনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. হালিম ভূঁইয়া, মো. নুরুজ্জামান, মো. মোজাম্মেল হক খান, মো. বশিরুল হক, শামসুল আলম, মো. নুরুল ইসলাম, জালাল উদ্দীন, মো. বিল্লাল হোসেন, আলী আকবর ভূইয়া, মো. হারুন আর রশিদ মোল্লা, মো. হাছেন আলী, মো. শাজাহান মিয়া, মনির হোসেন, আব্দুস ছালাম মিয়া, বাচ্চু মিয়া, মো. আমির হোসেন, যুগান্তর স্বজনের পূবাইল শাখার প্রচার সম্পাদক রতন মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক ফেরদৌস মিয়া প্রমুখ।

সাধারণ সম্পাদক, স্বজন সমাবেশ, পূবাইল (গাজীপুর) শাখা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম