Logo
Logo
×

স্বজন সমাবেশ

ফিরে দেখা ২০২৫

বছরজুড়ে স্বজনদের সরব আয়োজন

Icon

সেলিম আল রাজ

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাঠকের হৃদয় ছোঁয়া সংগঠন যুগান্তর স্বজন সমাবেশ। সত্য সুন্দর কল্যাণকর প্রতিটি কাজে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এ সংগঠনের সদস্যরা। সুন্দর উদ্যোগ, সৃজনশীল কর্মকাণ্ডে সক্রিয় ছিল সারা বছর। নানাবিধ কর্মকাণ্ডের জন্য পাঠক সংগঠন থেকে সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক সংগঠনে রূপ নিয়েছে যুগান্তর স্বজন সমাবেশ।

প্রতিনিয়ত সাহিত্য আড্ডা, বর্ষবরণ, নবান্ন উৎসব, হেমন্ত উৎসব, শরৎ উদযাপন, বর্ষাবরণ, পিঠা উৎসব, ফল উৎসব, ছড়ার আসর, গল্পের বৈঠক, দর্শনীয় স্থান ভ্রমণ, পাঠাগার আন্দোলন, গ্রামীণ খেলাধুলা, মিনি ম্যারাথন ইত্যাদি আয়োজনের মাধ্যমে প্রাণবন্ত ছিল স্বজনরা ২০২৫ সালজুড়ে। প্রিয় সংগঠনের কার্যক্রমগুলো স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক ইমন চৌধুরীর সম্পাদনায় পৌঁছে গেছে পাঠকের হাতে হাতে। সোমবারে স্বজন সমাবেশের পাতায় নানা সৃষ্টিশীল খবরাখবরের পাশাপাশি স্বজনদের মুক্তপদ্য, মুক্তগদ্যে এ বছরও সমৃদ্ধ ছিল প্রতিটি সংখ্যা।

চলমান বছরটি প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। বিদায় নেবে প্রাকৃতিক নিয়মে। ঘটনাবহুল ২০২৫ খ্রিষ্টাব্দে স্বজনদের উল্লেখযোগ্য সংবাদগুলো হৃদয়ে জ্বলজ্বল করে সবসময়। বছরের শুর্নুতে স্বজনরা এগিয়ে এসেছিলেন আর্তমানবতার কাজে। ময়মনসিংহের গৌরীপুর, পুরান ঢাকা ও শ্যামলী শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র। দৈনিক যুগান্তরের রজতজয়ন্তীর বছর হওয়ায় দেশজুড়ে স্বজনদের মধ্যে ছিল বেশ উদ্দীপনা। টঙ্গী, কদমতলী, পুবাইল, মুক্তাগাছা, নরসিংদী, মীরসরাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন করা হয় রজতজয়ন্তী।

প্রতিবছরের মতো চলতি বছরও বাংলার আবহমান সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব পহেলা বৈশাখ ঘিরে বর্ণিল অনুষ্ঠানে মেতে ওঠে স্বজনরা। সুনামগঞ্জ, বন্দর, শ্যামলী, কটিয়াদি, শাহজাদপুর, মধুপুরে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। নতুন যুক্ত হওয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর শাখার উদ্যোগে গুণিজন সংবর্ধনা, শিক্ষা কর্মসূচি, সৌরভ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন প্রভৃতি প্রশংসনীয় কার্যক্রমে সরব ছিল সংগঠনটি বছরজুড়ে। এ বছর শ্যামলীতে স্বজন সম্মাননা প্রদান, নারায়ণগঞ্জ স্বজনদের সাহিত্য আড্ডা, হাফ ম্যারাথন আয়োজন করে স্বজনরা। মীরসরাইয়ে কবিতা আর গানে শীতকালীন আয়োজনে ছিল বর্ণিল কবিতা উৎসব।

প্রতি সংখ্যায় নিজেদের সংবাদ প্রকাশে আমাদের আরও বেশি কাজের উদ্দীপনা সঞ্চার করে। সক্রিয়ভাবে যেসব সংগঠন কাজ করে প্রশংসা কুড়িয়েছে, তার মধ্যে অন্যতম ময়মনসিংহের গৌরীপুর স্বজন সমাবেশ। এ বছর বর্ণিল কলেবরে গৌরীপুরের স্বজনরা ঐতিহ্যের একুশ বছর পূর্তি উৎসবের চোখ ধাঁধানো কর্মসূচির মাধ্যমে উদযাপন করে প্রতিষ্ঠাবার্ষিকী। সময়োপযোগী, ব্যতিক্রমী ও সৃষ্টিশীল কর্মকাণ্ডের জন্য সারা দেশে বেশ পরিচিত পেয়েছে গৌরীপুর শাখা, আস্থা অর্জন করেছে মানুষের। গুণিজন সংবর্ধনা, স্বজন সম্মাননা, স্বজন মিলনমেলা, মাসব্যাপী চারা বিতরণ ও বৃক্ষরোপণ, বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ, নিরাপদ সড়ক চাই, পাঠাগার আন্দোলন, মাদকবিরোধী প্রচারাভিযান, বাল্যবিবাহকে না বলুন ইত্যাদি সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে বছরব্যাপী সরব ছিল এ সংগঠন। বাঙালির নিজস্ব সংস্কৃতিকে ধারণ করার লক্ষে পালন করা হয় বর্ষবরণ, নবান্ন উৎসব, হেমন্ত উৎসব, শরৎ উদযাপন, বর্ষাবরণ, পিঠা উৎসব, ফল উৎসব, সাহিত্য আড্ডা, গল্পের বৈঠক। আয়োজন করা হয় গ্রামীণ খেলাধুলা, মিনি ম্যারাথনের মতো প্রতিযোগিতা। বিজয়ের মাসে পতাকা মিছিলও ঐতিহ্যগতভাবে অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিভিন্ন দিবস উদযাপনে গৌরীপুরের স্বজনরা ছিল সরব। গান কবিতা, নৃত্য, অভিনয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত গোলাম সামদানী কোরাইশী, যতীন সরকারসহ দেশবরেণ্য গুণিজনদের প্রতি সম্মান নিবেদন করা হয় এ বছর। শ্রদ্ধা জানানো হয় মহান মুক্তিযুদ্ধের শহীদদের, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে মৃত্যুবরণকারী জুলাই শহীদদের। প্রতিবছরের মতো এ বছরও শ্রদ্ধায় স্মরণে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন করে রংপুর, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, বড়লেখা, লালপুর, রাণীনগর, কালাই, গাজীপুর, তাহিরপুর, গুরুদাসপুর, কসবা, মুক্তাগাছা, গৌরীপুর, বিজয়নগর শাখাসহ আরও অনেকে।

দুই শতকে রাঙানো নারায়ণগঞ্জের সোনারগাঁও শাখার বর্ণিল উৎসবও ছিল এ বছরের উল্লেখযোগ্য আয়োজন। দিনব্যাপী এ আয়োজনে ছিল চিত্রাংকন প্রতিযোগিতা, মশক নিধন কর্মসূচিসহ নানা কর্মসূচি। গান, কবিতা ও আলোচনায় মধুপুরে মা দিবস পালন করেছে মধুপুরের স্বজনরা। জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষ্যে বন্দর স্বজনদের নজরুল সংগীতের আসর, শ্যামলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে প্রতিবছরের মতো চলতি বছরও। মাদক ও নির্যাতনবিরোধী আলোচনা সভা, ময়লা আবর্জনা অপসারণ অভিযান ইত্যাদি কার্যক্রমে বিভিন্ন শাখার সদস্যরা সক্রিয় ভূমিকা রেখেছেন বছরের শুরু থেকে শেষ পর্যন্ত। যে কোনো দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসেন স্বজনরা। এ বছরও সে ধারা অব্যাহত রেখেছেন সারা দেশের প্রিয় স্বজনরা। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলা নীতিতে বিশ্বাসী স্বজনরা। প্রতিক্ষেত্রে অন্যায়কে জানিয়েছেন নিন্দা। ফিলিস্তিনের বর্বরোচিত আগ্রাসনের প্রতিবাদে সরব ছিল স্বজনরা। গাজীপুরের টঙ্গী, পূবাইল ও গাছা শাখা বছরজুড়ে সরব ছিল নানা আয়োজনে। শিক্ষার্থীদের শিক্ষা সরঞ্জাম বিতরণ, বৃক্ষ রোপণ, মাদক ও সমাজবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে নানা আয়োজনে সরব ছিলেন গাজীপুরের বিভিন্ন শাখার স্বজনরা। সাহিত্য আড্ডাসহ নানা আয়োজনে বছরজুড়ে সরব ছিল নারায়ণগঞ্জের প্রিয় স্বজনরা। মীরসরাই স্বজন সমাবেশও এক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করে যাচ্ছে নিয়মিত। মীরসরাই শাখার উদ্যোগে লাইব্রেরি স্থাপনও স্বজনদের বাড়তি আনন্দ দিয়েছে চলতি বছর।

জীবনের ক্ষণে ক্ষণে মিশে আসে সুখ-দুঃখ আনন্দ বেদনা। সবকিছু জয় করে এগিয়ে চলছেন স্বজনরা। অবসর পেলেই স্বজনরা ছুটে যান দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্যে। প্রশান্তি খোঁজেন প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে। ইতিহাস, ঐতিহ্য ও পাহাড়ের সৌন্দর্য দর্শনে কটিয়াদি স্বজনরা ঘুরে বেড়িয়েছেন এ বছর নানা দর্শনীয় স্থানে। স্থাপত্য সৌন্দর্যের প্রতীক মহেড়া জমিদার বাড়ি ও মুক্তাগাছা জমিদার বাড়ির কারুকাজে মুগ্ধ হয়েছেন স্বজনরা। মধুপুর বনে মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর স্মৃতিও আমাদের হৃদয়ে সমুজ্জ্বল এ বছর।

স্বজন সমাবেশের উদ্দীপ্ত এ যাত্রাপথে এ বছর শুরুতে রাঙ্গুনিয়া, মনোহরদী, ডামুড্যা, নাঙ্গলকোট শাখায় নতুন কমিটি গঠন করা হয়। তাদের আমরা স্বাগত জানাই স্বজন সমাবেশের সুবিশাল ছায়াতলে। সারা বছর সবার সরব উপস্থিতে এগিয়ে যাচ্ছে প্রিয় সংগঠন। সৃষ্টিশীল চিন্তা ভাবনা ও সুন্দর সুন্দর কাজে মুখর থাকুক স্বজনদের আগামী দিনগুলো।

সাধারণ সম্পাদক, স্বজন সমাবেশ, গৌরীপুর (ময়মনসিংহ) শাখা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম