Logo
Logo
×

স্বজন সমাবেশ

দুঃখ-সুখের ঈদ

Icon

অকেয়া হক জেবু

প্রকাশ: ১২ জুন ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ঈদ কথাটা শুনলেই কেমন একটা আনন্দ লাগে। ঈদ কি শুধু আনন্দেরই বার্তা নিয়ে আসে এ ধরণীতে নাকি সুখ দুঃখের কোনো ট্রাজেডি কাহিনী থাকে সেটা কি আমরা জানি? আমার কাছে ঈদকে মনে হয় দুঃখে কষ্টে গড়া অন্যরকম একটা দিন। যাদের মা-বাবা প্রিয় মানুষগুলো ঈদের দিনে কাছে থাকে না বা যাদের প্রিয় মানুষগুলো এ ধরণীতে নেই তাদের কাছে কি ঈদটা আনন্দের বার্তা নিয়ে আসে?

ঈদ এলেই মনে পড়ে যায় অতীতের সব কথা। একটু গভীরভাবে ভাবলেই দেখা যাবে আমরা এ আনন্দময়ী ঈদটা কীভাবে কাটিয়ে থাকি। ছোটদের কাছে ঈদকে মনে হয় নতুন নতুন জামা কাপড়, মজার মজার খাবার আর সালামি পাওয়ার দিন। কিন্তু সব ছোটরা কি এভাবে ঈদ কাটাতে পারে? আসলে পারে না, যারা তিন বেলা পেট ভরে খেতেই পারে না তাদের কাছে ঈদ আবার কি?

পরিবারের সুখের জন্য মায়ার বাঁধন ছিন্ন করে যারা দূর প্রবাসে ঈদ কাটায় তাদের মনের অবস্থাটা কেমন হয়। ঈদের দিনে আনন্দের মাঝে তখন কষ্টটাই বেশি প্রাধান্য পায়। মা-বাবা পরিবার-পরিজনের কথা মনে করে এক বুক কষ্ট নিয়ে চোখের জল বিসর্জন দিয়ে তারা ঈদ কাটায়। এটাই কি ঈদ? না কি দুঃখের মাঝে সুখের অনুভূতি।

বৃদ্ধাশ্রম কথাটা শুনলে মনের মধ্যে কেমন জানি করে। তাদের কাছে ঈদটা কি আনন্দের মনে হয়? অসম্ভব, তাদের কাছে তখন ঈদটাকে অমাবস্যার রাতের মতো তিমির মনে হয়। করুণ দৃষ্টিতে থাকিয়ে থাকে কোন অজানা তেপান্তরে। আর সেই সময় শুষ্ক দুটি আঁখি দিয়ে ঝরে পড়ে কষ্ট মিশ্রিত আনন্দহীন অশ্রু। সুখ এবং দুঃখ একটি দেয়ালের দুটি পিট। যেখানে সুখ আছে সেখানেই দুঃখ আছে। ঈদ শুধু সুখ নিয়ে আসে না কিছু কিছু মানুষের জন্য দুঃখ নিয়েও আসে।

তারপরও ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসুক এটাই প্রত্যাশা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম