Logo
Logo
×

স্বজন সমাবেশ

শাহজাদপুরে স্বজনদের লোকনাট্য উৎসব

Icon

ম.জাহান

প্রকাশ: ০২ অক্টোবর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শত সহস্র বছর ধরে লালিত আবহমান বাংলার অপরূপ সুর মূর্ছনায় গ্রথিত প্রাণ আকুল করা জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদী, কবি, মনষামঙ্গল, গাজীরগান, কিচ্ছা, পুঁথিপাঠ, শ্রীরূপ ক্ষ্যাপার গানসহ অজস্র গান কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে। এ লুপ্ত সংস্কৃতি সংরক্ষণ ও জনসম্মুখে তুলে ধরার মানষে নাট্যাচার্য ড. সেলিম আল-দীন ও নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর নেতৃত্বে বাংলাদেশ গ্রাম থিয়েটার আশির দশক থেকে কাজ করে আসছে। তাদের এ আদর্শে অনুপ্রাণিত হয়ে কবি, নাট্যকার, লোকগবেষক ও সাংবাদিক ম. জাহান ১৯৯১ সালে ভ্রাতৃপ্রতিম সংগঠন পূরবী থিয়েটার গঠন করে সিরাজগঞ্জ জেলা ও শাহজাদপুর উপজেলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা এসব লোককবি ও গায়েনদের খুঁজে মঞ্চে তুলে এনে এ লুপ্ত গানগুলো সংরক্ষণের চেষ্টা করছেন। আর এ দীর্ঘ চলার পথের সারদ সারথি হয়েছেন স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা শাখা ও শিশু সংগঠন ভোর হলো। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় স্বজন সমাবেশ, পূরবী থিয়েটার ও শিশু সংগঠন ভোর হলো যৌথভাবে তৃতীয়বারের মতো বাংলা লোকনাট্য উৎসবের আয়োজন করে।

এ লোকনাট্য উৎসবে উঠে আসে শাহজাদপুর অঞ্চলের ধুয়াগান, রংপুরের ভাওয়াইয়া গান, শাস্ত্রগানসহ মনোমুগ্ধকর লোকগান। এ উৎসবে প্রধান অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আসমত আলী, বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহ আলম, কবি আতিক সিদ্দিকী, নাট্যব্যক্তিত্ব কাজী শওকত। শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবি মমতাজ উদ্দিন শেখ, কবি ম. জাহান, অভিজ্ঞা নৃত্য একাডেমির পরিচালক রেবেকা সুলতানা, শাহবাজ খান সানি, সাংবাদিক ওমর ফারুক প্রমুখ। এ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, কবি সোহরাব হোসেন রূপক, আবৃত্তিকার কাজী কলি, প্রিয়ন্তী, বর্ণ, বন্ধন, ইফরাত জাহান অনন্যা প্রমুখ। লোকগান পরিবেশন করেন, সুরঞ্জন কুমার শুভ, ভাওইয়া গান পরিবেশন করেন, রেজোয়ান মণ্ডল, ধুয়া গান পরিবেশন করেন, আব্দুল মতিন। নৃত্য পরিবেশন করেন, বর্ণ দত্ত ও অঙ্কিতা সূত্রধর। এ অনুষ্ঠানে তবলায় ছিলেন অভিজিৎ কর্মকার ও জিপসিতে ছিলেন, কবি দীলিপ কুমার সূত্রধর। অনুষ্ঠানে স্বজন বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, সুজন আহমেদ, রাসেল সরকার, নজরুল ইসলাম, ইসমাইল হোসেন, এবিএম হাফিজুর রহমান বিদ্যুৎ, সিমলা ইসলাম শশি, বাসু দত্ত, শুক্লা রানী বণিক, আশা, সাথী, সুমী, তাকিবুন্নাহার, আন্তর, রিয়াজ, রিফাত, সাকিব, রাকিব, হোসেন আলী, নয়ন, নাঈম, সৌরভ, আব্দুল করিম, বরাত, মেজবাহ, বিজয়, রিদয়, জনি, সাগর, শাহেদ, সেলিম, রহিম, তোরাব আলী, আমিনুল ইসলাম, আব্দুল লতিফ, রিপন, আব্দুল আলিম, সোহেল, রূপাঞ্জনা, অর্ণপ, সালাম, হুমাইয়ুন, কাওসার, তারেক, এনামুল, শাহিন, মিলন, নাজমুল, মেহেদী, লিমন, আহম্মদ আলী, আব্দুর রহমান, আব্দুল হাই, রবিন, মাসুদ, সম্রাট, সুমন, নাসিম, সালমান, মান্নান, আকিব, নাসিম, রকি, রনি, শাকিল, আলামিন, সাদিক, আলমগীর, বায়জিদ, আন্তর, হৃদয়, শুভ, হালিম, রুবেল, স্বাধীন, শাপলা, মামুন, লিটন, মিঠু, মানিক, মঞ্জু, মকবুল, গোলাম, চঞ্চল, আব্দুস সাত্তার, রওশন আলী, সিফাত, সিরাত, সুস্মীতা, সুমাইয়া, জাহিদুল, আমিরুল, ময়নুল, ফিরোজ, রাজু, মাকেল, খালেক, বারেক, চাঁদ আলী, আব্দুল হাকিম, সজল, স্বপন, সায়মন, আরিফ, সিয়াম, ইকবাল, রাফি, ওয়ালিদ, শিহাব প্রমুখ। ধুয়া, ভাওইয়া ও লোকগানের সুর মূর্ছনায় উপস্থিত দর্শক বিমোহিত হয়ে পড়েন। অতিথিরা এমন আয়োজনকে সাধুবাদ জানান এবং প্রতিবছর এ আয়োজনের ধারা অব্যাহত রাখতে আয়োজকদের অনুরোধ জানান। স্বাগত বক্তব্যবে ম. জাহান বলেন, সরকারি পুষ্ঠপোষকতা পেলে আরও বৃহৎ আকারে আয়োজনের ইচ্ছা রয়েছে। আগামীতে আমরা এ লোক ঐতিহ্য শুধু শাহজাদপুরে নয় দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। এক সময় পাট নিড়ানো, বাছা ও জাগ দেওয়াকালে কবি গায়েনরা তাৎক্ষণিক ঘটে যাওয়া ঘটনাবলির আলোকে মুখে মুখে ধুয়াগান রচনা করতেন ও তাতে সুর দিয়ে সঙ্গে সঙ্গে গান পরিবেশন করতেন। এ গানগুলো এতই শ্রুতিমধুর যে, দূর গায়ের পথিক থেকে শুরু করে ঘাটে জল আনতে যাওয়া নববধূ তাদের হাতের কাজ ভুলে গানের সুরে মোহিত হয়ে পড়তেন। কাজ শেষে সন্ধ্যায় বাড়ির উঠোনে অবসরে কৃষকরা এ ধুয়া গানের আসর বসাতেন। ঘরের তাওয়ায় ও বাড়ির আঙ্গিনায় বসে ছেলে বুড়ো থেকে শুরু করে সব বয়সিরা এ গান উপভোগ করতেন। কালের আবর্তে তা আজ হারিয়ে যেতে বসেছে। ফলে এ অমৃত সুধাময়ী ধুয়া গান সংরক্ষণের অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। তাই এ গান সংরক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্যে এ বাংলা লোকনাট্য উৎসবের আয়োজন করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম