Logo
Logo
×

স্বজন সমাবেশ

বৈশাখ উদযাপনে স্বজনদের মিলনমেলা

Icon

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* সুনামগঞ্জ

ভারতের মেঘালয় পাহাড় থেকে ধেয়ে আসা ডাউকি নদীর তীরে বাংলাদেশ অভ্যন্তরে যুগান্তর স্বজনদের নিয়ে বসেছিল পহেলা বৈশাখের মিলনমেলা। পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষে সোমবার সকালে সুনামগঞ্জের স্বজনরা মিলিত হয়েছিলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে। সকাল থেকে দুপুর পর্যন্ত গোয়াইনঘাটের নকশিয়া, সংগ্রাম, নয়া সংগ্রাম, খাসিয়া পুঞ্জি, পান বাগান, জুম, তামাবিল, জাফলং চা বাগান, নলজুড়িসহ নানা দর্শনীয় স্থানে ঘুরে বেড়ান স্বজনরা। পহেলা বৈশাখককে স্মৃতিময় করে রাখতে বিকালে ডাউকির তীর ছেড়ে আসার আগে স্বজনরা ফটোসেশনে মিলিত হন। এদিন স্বজনদের বৈশাখী মিলনমেলায় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ, স্বজন সমাবেশ সুনামগঞ্জ জেলা শাখার সমন্বয়কারী অ্যাডভোকেট শাহ আলম তুলিপ, স্বজন সঞ্জয় চন্দ্র সেন, সারোয়ার জাহান, নজির হোসেনসহ তাহিরপুর, সুনামগঞ্জ, সিলেট ও রাজধানী ঢাকা থেকে আসা যুগান্তরের শুভানুধ্যায়ীরা।

* বন্দর

নানা আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের বন্দরে বাংলা নববর্ষ পালন করেছে যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখা। সোমবার বিকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া চিত্তরঞ্জন খেয়াঘাটের শীতলক্ষ্যা নদীর পাড়ে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও বাউল গানের আয়োজন করা হয়। যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখার সভাপতি কবির সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীন ইসলাম দীপুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্বজন উপদেষ্টা সাংবাদিক আতাউর রহমান, কবি ও সাংবাদিক ইয়াদি মাহমুদ, কবি মহিউদ্দিন আহমেদ, নেসারউদ্দিন, জাবেদ হোসেন, আশরাফুল ইসলাম, আল হাসান, মোহাম্মদ হোসেন, শাহজালাল শাহা, শাহজাহান মাস্টার প্রমুখ। ভাব সংগীত পরিবেশন করেন ফাতেমাতুজ্জোহরা বৃষ্টি, হানিফ বাউল, জীবন স্বদেশী, মোহাম্মদ হোসেন, রতন মনজুরুল, শাহজামাল। তবলায় ছিলেন জীবন স্বদেশী, পংকজ দাস ও তাপস আচার্য।

* শ্যামলী

জীর্ণ পুরোনোকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করে আসে পহেলা বৈশাখ। নানা উৎসবে মেতে ওঠে গ্রামবাংলায় শহর হাঁটবাজারে বাঙালির হাজার বছরের ঐতিহ্য লোকসংস্কৃতির ‘ঢোলের তালে তালে লাঠি খেলা, কবিতা পাঠ গানে গানে এসো হে বৈশাখা-এসো এসো’; ‘আল্লাহ মেঘ দে পানি দে রে তুই আল্লাহ’ নানা বর্ণের সাজসজ্জায় আমরা বর্ষবরণ করি! সেই লক্ষ্যে শ্যামলী স্বজন সমাবেশ, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পহেলা বৈশাখ উদ্যাপন করে। তালতলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালযের প্রিন্সিপাল মাহবুব ফেরদৌস, শিক্ষক-শিক্ষিকা, স্কাউট লিডার খোয়াশেদ আহমেদ, শিক্ষক মনিরুল ইসলাম, জেসমিন নাহার, নাসরিন জাহান ঝর্ণা, ছাত্র সাব্বির, রিয়াজ, সাদ, আ. রহমান, নবির, নামিরল, স্বপ্নল, সিয়াম, আদি, যিয়াদ, মো. আলফীশাহর সরকার আলফী আরও অনেকেই স্বজন কাজী রুবেন, রিয়াজ আহম্মাদ রাজ, আবু হোসেন, যুগান্তর স্বজন শ্যামলীর সভাপতি আলমগীর সরকার লিটন সবাইকে নববর্ষ শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন।

* কটিয়াদী

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বজন সমাবেশের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অস্কারজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নে পৈতৃক বাড়িতে সোমবার বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কটিয়াদী উপজেলা শাখার স্বজন সভাপতি প্রভাষক ধ্রুব রঞ্জন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম পাঠানের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বজনের প্রধান পৃষ্ঠপোষক যুগান্তরের কটিয়াদী উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, স্বজন উপদেষ্টা সাংবাদিক রফিকুল হায়দার টিটু, মাইনুল হক মেনু, ফখর উদ্দিন ইমরান, ছাইদুর রহমান নাঈম, জহিরুল হক উজ্জ্বল, খায়রুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার রফিকুল হায়দার টিটু। সংগীত পরিবেশন করেন মাছুম বিল্লাহ তাহের, মো. মোজাম্মেল হক, দর্পণ ঘোষ। এ ছাড়া উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মুজিব, মিয়া মোহাম্মদ সিদ্দিক, মাহবুবুর রহমান রুবেল, সৈয়দ হাকিকুল ইসলাম, মিজানুর রহমান, নাঈম ইসলাম, মো. আল আমিন, মুজাহিদ বিন জালাল, মেহেনাজ পারভীন, নওরীন সুলতানা ও তাবাসসুম প্রমুখ।

* শাহজাদপুর

সিরাজগঞ্জের শাহজাদপুরে যুগান্তর স্বজন সমাবেশ, পূরবী থিয়েটার, ভোর হলো, রংধনু মডেল স্কুল, শাহজাদপুর উপজেলা প্রশাসন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সম্মিলিত ভাবে বর্ণাঢ্য আয়োজনে ১ বৈশাখ উদ্যাপন করেছে। এ অনুষ্ঠানের মধ্যে ছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা, পান্তা-ইলিশ ও জিলাপি-মুড়ি ভোজ, কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল ইসলাম, ওসি আসলাম আলী, সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কারমিন আলম। বর্ণাঢ্য শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি ও মহিষের গাড়িতে হলুদ শাড়ি ও লাল রঙের পোশাকে মেয়েরা বাহারি সাজে সেজেছিল, ছেলেরা গায়ে গেঞ্জি ও লুঙ্গি পরে, কোমরে গামছা হাতে লাঙ্গল, কাঁচি, পলো ও বাউলের একতারা হাতে নিয়ে এ শোভাযাত্রায় অংশ গ্রহণ করে। এতে শোভাযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে। এ ছাড়া রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন। এ উৎসবে স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন, মঈন, আরিফিন মুন, পান্নু মীর, হাবিব, কিরণ, আলামিন, পারভীন, গালিভ, সুইটি, পারভীন বেগম, পলাশ, তাকিবুন্নাহার, নূর মোহাম্মদ মেঘ, তাহমীদ হাম্মাদ রোদ্দুর, পপি, কান্তা, সিমলা, রিপন, অনুশ্রী, দীপা, আকাশ, আলম, রাসু, রিশাদ, সোয়েব, আব্দুল হালিম, প্রিয়ন্তী,বর্ণ দত্ত, স্বর্ণ দত্ত, রাত্রি, শৈলী, হ্যাপী, আনুষ্কা, জয়ীতা, বন্ধন, রিমঝিম, মাহিয়া, অথৈ, সুপ্তি, প্রীতম, তরিকা, বাবলু শেখ, অন্তী রাণী, প্রজ্ঞা, স্বপ্ন, জারা, শশি, অরিত্রিকা, মিন্টু, ফাহমিদা, ফুয়াদ, ফ্লোরা, শ্রুতি, সোয়েবা, নাফিসা, মাইশা, পাপিয়া, মালিহা, নাজমা সুলতানা, বায়জীদ হোসেন, সাগর কুমার, স্বচ্ছ প্রমুখ। এ অনুষ্ঠানে ব্যাপক দর্শক সমাগম ঘটে।

* মধুপুর

টাঙ্গাইলের মধুপুরে স্বজন সমাবেশের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষ্যে বৈশাখী আড্ডায় মেতেছিল নবগঠিত স্বজন সদস্য ও সংগঠনের শুভনুধ্যায়ীরা। সোমবার দুপুরে মধুপুর পৌর শহরের ময়মনসিংহ রোডের লিউ সাকি ভবনের আন্ডার গ্রাউন্ডের কফি আড্ডায় বৈশাখীর এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্বজন সমাবেশের মধুপুর উপজেলা কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির।

আড্ডায় যোগ দিয়েছিলেন দৈনিক যুগান্তরের মধুপুর ও ধনবাড়ী প্রতিনিধি সাংবাদিক এস. এম শহীদ, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সবুজ মিয়া, ব্যবসায়ী মোন্তাজ আলী সরকার, এরশাদ হোসেন রাশেদ, রোভার স্কাউট আন্দোলনের মারুফ। আড্ডায় স্থানীয় পরিবেশ, মরে যাওয়ার দিকে ধাবিত বংশাই নদ, মধুপুরের বন, রাজনীতি, তারুণ্য শক্তি, মানবতা, ধর্ম এবং গাজায় মানবাধিকার সংকটের বিষয়টি বাদ যায়নি। উঠে এসেছে বাঙালি সংস্কৃতিতে বৈশাখ যুক্ত হওয়ার ইতিহাস এবং যাদের ভূমিকা এক্ষেত্রে অগ্রগণ্য। সম্রাট আকবর, আমির ফতেহ উল্লাহ সিরাজী, সম্রাট শাহজাহান, ড. মুহাম্মদ শহীদুল্লাহর অবদানের প্রতি সম্মান জানিয়ে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় আড্ডায়। ব্রিটিশবিরোধী আন্দোলনে মধুপুরের আনন্দমঠ, ফকির-সন্ন্যাস বিদ্রোহের ইতিহাস বাদ যায়নি আড্ডার আলোচনা থেকে। উঠে এসেছে ১৯৭১ সালের এ আজকের দিনে মধুপুরের প্রথম প্রতিরোধ যুদ্ধের কথা। বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তান বাহিনীকে ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) প্রতিরোধ করেছিলেন। এ প্রতিরোধ যুদ্ধে পাঁচজন বেসামরিক মানুষ শহিদ হয়েছিলেন। আড়াই ঘণ্টাব্যাপী এ আলোচনা চলে।

মানবতার সেবায় আগামী দিনগুলোতে স্বজন সমাবেশ সমানতালে কাজ করে যাবে এমন প্রতিশ্রুতি তুলে ধরেন স্বজন সমাবেশের সদস্যরা। আড্ডায় স্বজন সমাবেশের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম, সদস্য সচিব সবুজ আহাম্মেদ, সদস্য খন্দকার বদিউজ্জামান বুলবুল, বৃষ্টি কর্মকার, তাসফিয়া জাহান, আফজাল হোসেন, ইকরামুল হক, আশরাফুল ইসলাম মারুফ উপস্থিত ছিলেন।

মধুপুর, টাঙ্গাইল।

* গৌরীপুর

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বর্ণিল শোভাযাত্রা স্বজন সমাবেশ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল হক, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মো. আজিজুল হক, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, উত্তর জেলা বিএনপির সদস্য এসএম দুলাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান তালুকদার, মীর হোসেন সরকার মিরন, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, অ্যাডভোকেট রাইসুল ইসলাম, বাহালুল মুনশী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন ও স্বজনের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ।

আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, উজ্জ্বল চন্দ্র সরকার, মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, সদস্য সচিব মোখলেছুর রহমান, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, প্রতিভা মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান হোমায়রা শাহরীন তুলি, শিক্ষক সুমনা সফিনাজ লাবনী, গশক্ষক ইসরাত জাহান লাকী, ক্লাব ৯৭-এর মহিলাবিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার লিপি, ৯৭ সম্প্রীতির বন্ধন কো-অপারেটিভ সোসাইটির সভাপতি আবু জাফর মো. সাদেক, দি চাইল্ড ব্লোজম কিন্ডারগার্টেনের শিক্ষক নার্গিস আক্তার, মাহমুদা আক্তার রিপা, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম হোসেন আলভী, হলি সিয়াম শ্রাবণ, মাহফুজুর রহমান, শামীম আনোয়ার, তাসাদদুল করিম প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিচালনা করেন স্বজনের সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, কবি অনামিকা সরকার, ইসরাত জাহান রেখা, পৃথা সরকার, শারমীন সুলতানা, সূচী সরকার, প্রীতি সরকার, সজীব খান, ফাহিম শাহরিয়ার জয়, কামরুজ্জামান তালুকদার স্বপন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম