মা দিবসে নারায়ণগঞ্জ স্বজনরা
জাহাঙ্গীর ডালিম
প্রকাশ: ১২ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুগান্তর স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বিশ্ব মা দিবসে মাকে নিয়ে স্বজনদের স্মৃতিচারণ ও সবার মাকে নিয়ে কবিতাপাঠ সাহিত্য আড্ডা হয়েছে। ৮ মে সকাল ১১ টায় বি.বি. রোডসংলগ্ন শাহনেওয়াজ চেম্বার এ আড্ডায় মাকে নিয়ে এ আড্ডা অনুষ্ঠিত হয়। স্বজন সদস্য সানজিদা আক্তার বলেন, আজ স্বজন সমাবেশের এসে চোখে ছলছল অশ্রুতে বললেন, আম্মু তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক বিরক্ত করি ক্ষমা করে দিয়েন। শারমিন বলেন, আম্মুর কথা বলব কি, তার ঋণ আমি কখনো শোধ করতে পারব না। রিমি মাহফুজা আমি আমার আম্মুকে অনেক বিরক্ত করি। কলেজের যাওয়ার সময় ভুলে যাই নাশতার কথা আম্মু বলে নাশতা খেয়ে যাও। সিনথিয়া, আব্বু আমাকে কলেজে যাওয়ার জন্য রিকশা ভাড়া দিতেন, আমি কলেজে হেঁটে গিয়ে জমানো টাকা দিয়ে মা দিবসে আম্মুর জন্য গিফট কিনে দিয়েছি।
ফাইজা কায়সার বলেন, আম্মুকে আমি ভীষণ ভালোবাসি, যে কথাটা সব সময় বলব, বলব করেও বলা হয়নি। মরগ্যান স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক খন্দকার শাহনুর বলেন, আসলে মা দিবসে এসে স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাহাঙ্গীর ডালিম অনুষ্ঠানটি না করলে এবং আমি না আসলে বুঝতেই পারতাম না এখনও এই জেনারেশন মাকে খুব ভালোবাসে। যুগান্তর স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি বলেন, মা, আমার কাছে কি; আমি আপনাদের বোঝাতে পারব না। মাকে হারিয়ে আমি খুব অসহায়, আমার কাছে প্রতিদিনই মা দিবস।
