গৌরীপুর স্বজনদের নানা আয়োজন
মো. রইছ উদ্দিন
প্রকাশ: ১২ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জন্মদিন উদযাপন
যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা, দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৮০তম জন্মদিন উদযাপনউপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার ৩ মে ২০২৫ শোভাযাত্রা, কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব বলেন, তিনি লাখো লাখো মানুষের কর্মসংস্থান করে দেশের বেকার সমস্যা সমাধানে বিশেষ অবদান রেখে গেছেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান বলেন, যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে পুনর্গঠনে অবদার রেখেছেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন পৌর স্বজনের সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা। বক্তব্য রাখেন বিশেষ অতিথি গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মো. ইয়াহিয়া, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজনের সাবেক সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রউফ দুদু, গৌরীপুর প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, স্বজন হায়দার জামান শফিক, সাংবাদিক মাহফুজুর রহমান, শামীম আনোয়ার. হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া প্রমুখ।
কর্মসূচির মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, কেক কাটা, স্মরণসভা, দোয়া মাহফিল, শোভাযাত্রা।
প্রতিবন্ধী পরিবারের উপহারসামগ্রী বিতরণ
শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন এ স্লোগানে ১৪ বাক প্রতিবন্ধী পরিবারসহ অর্ধশত মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়। হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয়ে দৃষ্টি, শারীরিক ও শ্রবণ প্রতিবন্ধীসহ ১৭৬ জনের মাঝে এ সামগ্রী বিতরণ করেন স্বজনরা। এ কাজের ভূয়সী প্রশংসা করেন সহনাটী পল্টিপাড়া গ্রামের মো. ইসলাম উদ্দিন। তিনি বলেন, আমাদের জানামতে বাংলাদেশ একই বাড়ির বা বংশের ১৪টি পরিবার বাকপ্রতিবন্ধী আর কোথাও নেই। সম্ভবত বিশ্বে অন্য কোনো রাষ্ট্রেও এমন বিরল পরিবার খুঁজে পাওয়া যাবে না। ওরা সমাজে অবহেলিত। সেই অবহেলিত মানুষের ঈদ আনন্দকে বাড়িয়ে স্বজনদের এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন স্বজন ডা. আসাদুজ্জামান চৌধুরী ও জেএ স্টেশনের স্বত্বাধিকারী মো. জয়নাল আবেদীন, সার্জেন্ট মাসুদ আহমেদ, ভূটিয়ারকোনো আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ। উপহারসামগ্রীতে ছিল প্রত্যেকটি পরিবারকে একটি মুরগি, ভাতের ও পোলাওয়ের চাল, ডাল, তেল, চিনি-সেমাই, কিছু নগদ অর্থসহ দেওয়া হয়েছে।
স্বজনদের গণসংগীতে মেতে উঠল দর্শকরা!
মহান মে দিবস উদযাপন উপলক্ষ্যে গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার ১ মে ২৫ বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে গণসংগীতের অনুপ্রেরণায় দর্শকরা মেতে ওঠেন। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ ও সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
বক্তব্য রাখেন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ কেএম মাজহারুল ইসলাম পলাশ, বিজন চন্দ্র সরকার, উজ্জল চন্দ্র সরকার, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক ফারুকুল ইসলাম, স্বজন সমাবেশের মাহমুদা আক্তার রিপা প্রমুখ। সংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, আমিরুল মোমেনীন, অনামিকা সরকার, পলাশ মাজহার, সূচি সরকার, আশিকুর রহমান রাজিব, তিথি সরকার, পৃথা সরকার পায়েল, ইসরাত জাহান রেখা, শামীমা খানম মীনা, দীনা, কামাল মিয়া, অনিল সরকার, প্রমিত সরকার, সজিব খান, ফাহিম শাহরিয়ার জয়, তিথি সরকার, স্বজন সরকার, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, সানজিদা আক্তার।
