Logo
Logo
×

স্বজন সমাবেশ

জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষ্যে বন্দর স্বজনদের নজরুল সংগীতের আসর

Icon

আতাউর রহমান

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দরে আলোচনা সভা ও নজরুল সংগীতের আসর অনুষ্ঠিত হয়েছে। ২৪ নং ওয়ার্ড বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখা। যুগান্তর স্বজন সমাবেশ বন্দর শাখার সভাপতি কবি কবির সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক দীন ইসলাম দিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্বজন উপদেষ্টা সাংবাদিক আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, বন্দর স্বজনের সহসভাপতি আবদুল লতিফ রানা, মোহাম্মদ হোসেন, কামরুল ইসলাম সিরাজ, বীর মুক্তিযোদ্ধা আবদুল জাব্বার প্রমুখ। আলোচনা শেষে নজরুল সংগীত পরিবেশন করেন ফাতেমাতুজ্জোহরা বৃষ্টি, মাইশা খান, সংগীতা সরকার, আতাউর রহমান, জামাল হোসেন মঞ্জুরুল আলম রতন, মোজাম্মেল হোসেন, কামরুল ইসলাম ও মো. সামসু।

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম