|
ফলো করুন |
|
|---|---|
ভাবছি আমি দস্যি বালক
মেঘ পেয়েছে কোথায় পালক?
মেঘ তো নয় পাখি;
মেঘের মেয়ে বৃষ্টি-দামাল
ভেজা ভেজা দৃষ্টি, সামাল!
কান্না করো নাকি?
কান্না থামাও কান্না থামাও
হীরের কুচি পান্না থামাও
টাপুর টুপুর গান;
ছাদে আছে নতুন জামা
ভিজে বুঝি গেল না মা?
বাড়ল অভিমান!
মা বললেন, খোকন তোমার
নেই মনে কী? ভুলেই গেছ?
ইশকুলে না ছুটি?
মায়ের কথা শুনে আমার
ইচ্ছে করে বৃষ্টি ভেজা
ফুল হয়ে আজ ফুটি।
বড়াইগ্রাম, নাটোর
