Logo
Logo
×

স্বজন সমাবেশ

স্বজন মুক্তপদ্য

প্রভাত বেলা

Icon

মো. তাইফুর রহমান

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রভাত বেলা ভালো লাগে

ফুলকলিরা হাসে,

মনকাড়া এ রূপের মেলা

সবাই ভালোবাসে।

শান্ত হাওয়ার পরশ পেয়ে

মনটা সুখে ভরে,

মক্তবেতে যায় শিশুরা

কত গল্প করে।

সোনালি ওই সূর্যটা যে

দেয় ছড়িয়ে আলো,

কৃষক ছুটে মাঠের পানে

হাসিটা তার ভালো।

শুভ্র আকাশ দেখতে ভালো

কেমনে ঘরে থাকি?

গাছে গাছে কিচিরমিচির

ডাকে কত পাখি।

প্রভাত বেলায় চেয়ে দেখি

প্রজাপতি নাচে

ইচ্ছে করে যাই ছুটে ভাই

ফড়িং ছানার কাছে।

মোরেলগঞ্জ, বাগেরহাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম