টঙ্গী স্বজনদের সপ্তাহব্যাপী ময়লা আবর্জনা অপসারণ অভিযান
অলিদুর রহমান অলি
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পবিত্র ঈদুল আজহার পর টঙ্গীর পরিবেশরক্ষায় টঙ্গী ফাউন্ডেশনের সহযোগিতায় যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার উদ্যোগে কুরবানির পশুবর্জ্য অপসারণ, জবাইকৃত পশুর রক্ত-হাড়-মলমূত্র মাটিচাপা এবং বর্জ্যস্থানে ব্লিচিং পাউডার ছিটানোর সপ্তাহব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। গত ৯ জুন সকাল ১০টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকা থেকে সপ্তাহব্যাপী পরিছন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়। টঙ্গী স্বজন সমাবেশের সভাপতি অলিদুর রহমান অলির সভাপতিত্বে উপস্থিত ছিলেন টঙ্গী ফাউন্ডেশনের মহাসচিব এম শাহীন হোসেন, শান্তি-শৃঙ্খলা উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক খাজা নাজিম উদ্দিন, মো. সায়েদ খান, যুবনেতা সাগর, নাজিমুদ্দিন নিজাম, শিমু, রিপন, টঙ্গী ফাউন্ডেশনের সদস্য মকবুল হোসেন, সুলতান হোসেন আদিত, তাহমিদ হোসেন মহীন, রিসা, আলামিন, মান্না প্রমুখ। আবর্জনা অপসারণের এ অভিযান পরিচালিত হয় দত্তপাড়া, হোসেন মার্কেটসহ আশপাশের এলাকায়। এ কর্মসূচির ফলে গাজীপুর সিটি করপোরেশন এলাকার অধিকাংশ স্থান দূষণমুক্ত হয়েছে বলে স্থানীয় অধিবাসীরা জানান এবং পাশাপাশি স্বজনদের ধন্যবাদ জানান তারা। সভাপতি, স্বজন সমাবেশ, টঙ্গী (গাজীপুর) শাখা
