স্বজন সংবাদ
মাদক ও নির্যাতনবিরোধী আলোচনা সভা
অলিদুর রহমান অলি
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক মাদক ও নির্যাতনবিরোধী দিবস উপলক্ষ্যে ২৬ জুন রোজ বৃহস্পতিবার বিকালে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলীতে টঙ্গী স্বজন সমাবেশ এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। স্বজন সভাপতি অলিদুর রহমান অলির সভাপতিত্বে অতিথি হিসাবে আলোচনা করেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক নিবার্হী সদস্য মনসুর আহম্মেদ, হোসেন মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম শাহীন হোসেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর মহানগর শাখার সভাপতি মনিরুল ইসলাম রাজিব, স্বজন সদস্য সখিনা আক্তার, মো. শামীম রেজা, নুরুন নাহার মনিকা, জেসমিন কেয়া, সুমি খাতুন, ইয়াসমিন আক্তার, পাপিয়া সুলতানা প্রমুখ।
আলোচনায় অতিথি মনসুর আহমদ বলেন, ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে ধারাবাহিকভাবে সারা বিশ্বে দিবসটি পালিত হয়। ‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যে বাংলাদেশেও পালিত হয় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ১৯৮৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২৬ জুনকে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরের বছর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাদক সেবন, ব্যবসা ও পাচারের দিক থেকে বাংলাদেশ অন্যতম। তাই দিবসটির বিশেষ তাৎপর্য রয়েছে দেশে।’
অতিথি এম শাহীন হোসেন বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ইউনিসেফের তথ্য অনুযায়ী, রাজধানীতেই ড্যান্ডিতে আসক্ত পথশিশুর সংখ্যা প্রায় ৭৫ হাজার। এ শিশু—কিশোর ছাড়াও বাংলাদেশে প্রায় ৭ মিলিয়নের বেশি মানুষ কোনো না কোনোভাবে মাদকের সঙ্গে যুক্ত। ৮০ শতাংশ মাদকাসক্ত কিশোর ও তরুণ বয়সি মানুষ।’
অতিথি মনিরুল ইসলাম রাজিব বলেন, ‘নির্যাতনের শিকার ব্যক্তিদের সম্মান ও সহানুভূতি জানানো, নির্যাতন প্রতিরোধে বৈশ্বিক সচেতনতা তৈরি করা জরুরি। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী নির্যাতনকে একটি গুরুতর অপরাধ হিসাবে গণ্য করা হয় এবং বিশ্বজুড়ে নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি রাষ্ট্রগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে।’
স্বজন সখিনা আক্তার বলেন, ‘জাতিসংঘ প্রতি বছর নির্যাতনের শিকারদের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং বিশ্বব্যাপী নির্যাতনের বিরুদ্ধে সংগ্রামের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে ২৬ জুন আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস পালন করে থাকে। আমাদের তাই নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে হবে এবং সচেতন থাকতে হবে।’
সভাপতি, স্বজন সমাবেশ, টঙ্গী (গাজীপুর) শাখা
