Logo
Logo
×

স্বপ্নের আবাসন

প্রকল্প পরিচিতি

পূর্বাচলের মেগা টাউন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পূর্বাচলের মেগা টাউন

বাংলাদেশের আবাসন ও নির্মাণ খাতে তিন দশকেরও বেশি সময় ধরে আস্থা, গুণমান ও আধুনিকতার প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে মেগা বিল্ডার্স লিমিটেড। ১৯৯৪ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে ১২০টিরও বেশি প্রকল্প সফলভাবে হস্তান্তর করেছে। পাশাপাশি, মেগা বিল্ডার্স লিমিটেড এগিয়ে যাচ্ছে চারটি টাউনশিপ প্রকল্প এবং একটি ডুপ্লেক্স সিটি প্রকল্পের মাধ্যমে। ৫ হাজারের বেশি সন্তুষ্ট গ্রাহক এবং সময়মতো কাজ সমাপ্ত করার অঙ্গীকার প্রতিষ্ঠানটিকে দিয়েছে অনন্য উচ্চতা।

শুধু আবাসিক অ্যাপার্টমেন্ট বা কনডোমিনিয়াম নয়, মেগা বিল্ডার্স আজ বহুমাত্রিক উন্নয়ন কর্মযজ্ঞে নিয়োজিত। রাজধানীর পূর্বাচল, বনানী, ধানমন্ডি, আফতাবনগর ও ওয়ারীতে নতুন প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট ও কনডোমিনিয়াম প্রকল্প গড়ে উঠছে দ্রুত। পাশাপাশি মিরপুরে নির্মিত হচ্ছে একটি ল্যান্ডমার্ক কমার্শিয়াল ডেভেলপমেন্ট, যা নগর জীবনের মানকে আরও উন্নত করবে।

টাউনশিপ উন্নয়নে প্রতিষ্ঠানটির সাফল্যের মধ্যে রয়েছে মেগা টাউন, মেগা শান্তিনিকেতন, মেগা ছায়ানীড় ও মেগা জলছায়া। প্রতিটি প্রকল্পই নিজস্ব বৈশিষ্ট্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আবাসনের আধুনিক রূপকে সামনে এনেছে।

কুয়াকাটা ও সিলেটে হোটেল কমপ্লেক্স, মেগা রিসোর্ট, ফাইভ-স্টার হসপিটালিটি সার্ভিস এবং কাবুজ রেস্টুরেন্টের মতো উদ্যোগ প্রতিষ্ঠানটির বহুমুখী সম্প্রসারণকে তুলে ধরে। এছাড়া পূর্বাচলে নির্মাণাধীন মেগা ডুপ্লেক্স সিটি প্রকল্পে পরিকল্পিত নগরায়ণ, আধুনিক ডিজাইন ও কমিউনিটি লাইফস্টাইলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আবাসন খাতের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও লাইফস্টাইল সেক্টরেও মেগা বিল্ডার্স তাদের পদচিহ্ন স্থাপন করেছে। মেগা হসপিটাল পূর্বাচল হবে আধুনিক স্বাস্থ্যসেবার নতুন মানদণ্ড, আর আলভিরাস স্যালন অ্যান্ড বিউটি বার সৌন্দর্য ও ওয়েলনেস জগতে যোগ করবে নতুন মাত্রা।

প্রতিষ্ঠানটির সফল নেতৃত্বে আছেন ব্যবস্থাপনা পরিচালক মুরাদ ইকবাল চৌধুরী। ঢাকার একটি সুপ্রতিষ্ঠিত পরিবারে জন্ম নেওয়া মুরাদ ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পারিবারিক ব্যবসার ঐতিহ্যকে এগিয়ে নেন। ৩৪ বছরের অভিজ্ঞতায় তিনি রিয়েল এস্টেট, ল্যান্ড ডেভেলপমেন্ট, লজিস্টিকস, ট্রেডিং এবং লাইফস্টাইল ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি মেগা বিল্ডার্স লিমিটেড ছাড়াও মেগা ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড ও এভারেস্ট পিক কার্গো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া জাতীয় পর্যায়ের ব্যবসায়িক সংগঠন রিহ্যাব এবং এফবিসিসিআইতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ব্যবসার বাইরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে যুক্ত আছেন।

মেগা বিল্ডার্সের মূল দর্শন হলো শুধু ঘর নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবনধারা গড়ে তোলা। আধুনিক ডিজাইন, নির্ধারিত সময়ে প্রকল্প হস্তান্তর এবং উচ্চমানের নির্মাণশৈলী প্রতিষ্ঠানটিকে আলাদা করেছে। একই সঙ্গে দেশজুড়ে সড়ক, সেতু এবং সরকারি অবকাঠামো উন্নয়নেও প্রতিষ্ঠানটি প্রকৌশল দক্ষতার স্বাক্ষর রেখেছে।

বাংলাদেশের ক্রমবর্ধমান নগরায়ণ ও বিনিয়োগ সম্ভাবনার প্রেক্ষাপটে মেগা বিল্ডার্স লিমিটেড আজ এক আস্থার নাম। এটি শুধু আবাসনের সমাধান নয়, বরং একটি ভবিষ্যৎনির্ভর বিনিয়োগ প্ল্যাটফর্ম, যেখানে আধুনিকতা, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন একসঙ্গে মিলিত হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম