Logo
Logo
×

খেলা

সিরিজ জয় শ্রীলংকার

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিরিজ জয় শ্রীলংকার

আগের ম্যাচে মাত্র ৮০ রানে অলআউট হয়ে পাঁচ উইকেটে হারলেও রোববার হারারেতে তৃতীয় ও শেষ টি ২০তে জিম্বাবুয়েকে আট উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল শ্রীলংকা। এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে থাকা লংকানরা কাল জিম্বাবুয়ের ১৯১ রান তাড়া করে জিতেছে ১৪ বল হাতে রেখেই। পাতুম নিশাঙ্কা (৩৩) ও কুশাল মেন্ডিসের (৩০) ৫৮ রানের উদ্বোধনী জুটির পর তৃতীয় উইকেটে ১১৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে অনায়াস জয় এনে দেন কামিল মিশ্র (৪৩ বলে ৭৩*) ও কুশাল পেরেরা (২৬ বলে ৪৬*)। এর আগে জিম্বাবুয়ের ইনিংসে সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার মারুমানি। দুশান হেমন্ত নেন তিন উইকেট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম