|
ফলো করুন |
|
|---|---|
দেনা-পাওনা নিয়ে ফিফায় করা অভিযোগ তুলে নিয়ে ফের কিংসেই ফিরলেন ফরাসি ট্রেইনার খলিল চাকরৌন। চারদিন আগে ঢাকায় এসে দ্বিতীয় মেয়াদে কিংসের দায়িত্ব নিয়েছেন তিনি। ফিফায় অভিযোগ করার পর আবার কোনো বিদেশি কোচ, ফুটবলারের বাংলাদেশে ফিরে আসার ঘটনা তেমন নেই। খলিল তার ব্যতিক্রম। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের দুপক্ষের মধ্যে নতুন চুক্তি হয়েছে। আমরা সমঝোতায় পৌঁছেছি। এজন্য আমি আমার আইনজীবীকে ফিফায় অভিযোগ প্রত্যাহার করতে বলেছি। তিনি ফিফাকে ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন।’ তবে নতুন করে কিংসের সঙ্গে পথ চলতে ফিফায় অভিযোগ প্রত্যাহার করলেও বকেয়ার আশা এখনো ছাড়েননি, ‘আমার পাওনা রয়েছে এটা ঠিক। নতুন চুক্তির সময় এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আশা করি, সমস্যা আর থাকবে না।’ খলিল ফিরলেও ফিরছেন না ফিফায় অভিযোগ করা রোমানিয়ান কোচ ভেলেরিও তিতা।
